× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আবারো শেখ জামালে আফুসি

খেলা

স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০১৮, সোমবার

তিন মৌসুম শেখ জামালের কোচ ছিলেন জোসেফ আফুসি। তার অধীনে আইএফএ শিল্ডে ভারত মাতিয়েছে শেখ জামাল। সেই নাইজেরিয়ান আবারো শেখ জামালের দায়িত্ব নিতে যাচ্ছেন। সকল মান অভিমান ভুলে শেখ জামালের দায়িত্ব নিতে গতকাল ঢাকায় এসেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে এই দলটির ডাগ আউটে দেখা যাবে তাকে।
অথচ গত মৌসুমে তার বিদায়টা ছিল বিতর্কিত। প্রিমিয়ার লীগের মাঝ পথে গোপনে শেখ জামাল ছাড়েন আফুসি। লন্ডনে গিয়ে কিছুদিনের মধ্যে ভারতের চার্চিল ব্রাদার্সে যোগ দেন তিনি। এনিয়ে কম জল ঘোলা হয়নি।
আফুসির বিরুদ্ধে ফিফায় নালিশ করার হুমকি দেয় শেখ জামাল। জামালের বিরুদ্ধে নানা নেতিবাচক কথা বলেন আফুসি। তবে শেখ জামালের সঙ্গে সেই তিক্ততা সুসম্পর্কে পরিণত হয়ে বেশি সময় লাগেনি। যার প্রমাণ চতুর্থবারের মতো শেখ জামালের দায়িত্ব নিতে তার ঢাকায় আসা। এনিয়ে ক্লাবটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানান, ‘আফুসির সঙ্গে আসলে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা কেটে গেছে। যেহেতু সে পরীক্ষিত কোচ, আমাদের সঙ্গে তার সম্পর্ক দারুণ। তার অধীনেই ক্লাব সাফল্য পেয়েছে। সেসব কথা চিন্তা করে তাকে আবারো আনা হচ্ছে। আগামী মৌসুমেই তাকে ডাগ আউটে দেখা যাবে।’ আফুসির হঠাৎ চলে যাওয়া নিয়ে এই কর্মকর্তা বলেন, ‘ক্লাবের কোনো অফিসিয়ালের সঙ্গে ওর কোনো সমস্যা হয়েছিল। এছাড়া ভারতের ক্লাব থেকেও তার আমন্ত্রণ ছিল। সেই সব চিন্তা করেই হয়তো সে লীগের একপর্যায়ে চলে গেছে। তবে সে দল ছাড়ার পর অনুতপ্ত ছিল। হয়তো আফুসি থাকলে শেখ জামাল চ্যাম্পিয়নও হতে পারতো। সেইসময় গোপনে শেখ জামাল না ছাড়লে আমরা হয়তো তাকে যেতে দিতাম না। সেই কারণে গোপনে বাংলাদেশ ছেড়েছিল।’ জোসেফ আফুসি গতকাল ঢাকায় আসলেও তার লাগেজ আগেই ক্লাব কর্তৃপক্ষ কলকাতা থেকে নিয়ে এসেছে। এবার শুধু প্রিমিয়ারের দল নয়, বয়সভিত্তিক দলও তার অধীনে থাকবে। যদিও আফুসি সব কিছু নিয়ে বেশ সতর্ক। শেখ জামালের সঙ্গে চুক্তি নিয়ে বেশি কিছু বলতে রাজি হননি, ‘শেখ জামালের সঙ্গে আমার ভালো সম্পর্ক। শেষবার প্রিমিয়ার লীগের মাঝপথে কেন গিয়েছিলাম, তা ক্লাব ভালো করেই জানে। তাদেরকে জানিয়েই ঢাকা ছেড়েছিলাম। আবারো শেখ জামালে আসছি। চুক্তি নিয়ে কথা হবে, তারপরই বিস্তারিত বলতে পারবো। আর কখন কী হবে তা তো কেউ বলতে পারবে না। তবে আমার বিশ্বাস সবকিছু ঠিকঠাক মতোই হবে। এবং আমি আবার শেখ জামালের ডাগ আউটে দাঁড়াবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর