× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


১২ আগস্ট ২০১৮, রবিবার

এটিএন বাংলায় ‘সোনাভান’
এটিএন বাংলায় প্রতি রবি ও সোমবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘সোনাভান’। নাটকটির কাহিনী বিন্যাস ও সংলাপ তৈরি করেছেন কাজী সুস্মিন আফসানা, পরিচালনায় এসএম শাহীন ও শহীদ মিঠু। এতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, আফরোজা বানু, মীর সাব্বির, ফারহানা মিলি, শারমিন জোহা শশী, অবিদ রেহান, সাঈদ বাবু, আহসানুল হক মিনু, কল্লোল চৌধুরী, মাহমুদা মেহেরুন্নবী মাহিন, বিধানকৃষ্ণ রায়, সিজুল ইসলামসহ বগুড়ার বিভিন্ন থিয়েটারের নাট্যকর্মীরা।
চ্যানেল আইতে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’
লাইফ স্টাইল বিষয়ক প্রথম ভিন্ন ধারার অনুষ্ঠান ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। অনুষ্ঠানে একজন সেলিব্রিটি এক সঙ্গে তার রূপচর্চার যাবতীয় বিষয়ে জানান এবং কেকা ফেরদৌসীর রান্নাঘরে রান্না করেন নিজের প্রিয় খাবার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রূপচর্চা বিষয়ে ইউএসএ থেকে এইচ ডি মেক আপ-এর ওপর প্রশিক্ষণ নেয়া সোনালী ফেরদৌসী মজুমদার। পরিচালনা করেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। চ্যানেল আইতে এটি প্রচার হয় রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
এনটিভিতে ‘ডুগডুগি’
এনটিভির ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’ আজ থেকে সপ্তাহে তিনদিন প্রচার হবে। এখন থেকে নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, প্রাণ রায়, শাহনাজ খুশী, মিশু সাব্বির, আব্দুল্লাহ রানা, শর্মীমালা, মুকুল সিরাজ, সিফাত শাহ্‌রিন, আহসান কবীর, সাজ্জাদ রেজা, বিথী রানী সরকার, আল আমীন সবুজ প্রমুখ।
আরটিভিতে ‘ক্যাট হাউজ’
আরটিভিতে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ক্যাট হাউজ’। মানস পালের রচনা ও আকাশের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মীর সাব্বির, ইন্তেখাব দিনার, ফজলুল রহমান বাবু, রাশেদ মামুন অপু, ডলি জহুর, মনিরা মিঠু, নাদিয়া, ফারজানা রিক্তা, জামাল রাজা, সানজিদা প্রমুখ। নাটকটি প্রচার হয় প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭ টা ৩০ মিনিটে।
বাংলাভিশনে ‘খেলোয়াড়’
বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘খেলোয়াড়’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বাঁধন, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, আবদুল্লাহ্‌ রানা, নাবিলা ইসলাম, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, নীলা ইসলাম, আহসান কবীর, মুসাফির বাচ্চু, শহীদ উন নবী, জাহাঙ্গীর আলম, সোহাগ আনসারী, সাথী মাহমুদ, মাসারুক টিটু, রওনক পুষ্পা, খুশবু প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর