× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পান্ডিয়ার বোলিং তোপে চালকের আসনে ভারত

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৮, সোমবার

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর তৃতীয় টেস্টে চালকের আসনে ভারত। ট্রেন্ট ব্রিজে হারদিক পান্ডিয়ার বোলিং তোপে প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে ১৬১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে একাই পাঁচ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার পান্ডিয়া।  ১৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বিরাট কোহলির দল। গতকাল ২ উইকেটে ১২৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে টিম ইন্ডিয়া। লিড বেড়ে দাঁড়ায় ২৯২। চেতশ্বর পুজারা ৩৩ ও অধিনায়ক কোহলি ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুই ওপেনার শিখর ধাওয়ান ৪৪ ও লোকেশ রাহুল ৩৬ রান করে আউট হন। এর আগে ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত ২২ রান তুলতেই বাকি চার উইকেট হারায়।
প্রথম দিনে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন কোহলি। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৪ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন অ্যালিস্টার  কুক (২৯) ও কিটন জেনিংস (২০)। সেখান থেকে ১০৭ রানের মধ্যে অলআউট হয় স্বাগতিকরা। ২৫তম ওভারে পান্ডিয়াকে বোলিংয়ে আনেন কোহলি। প্রথম বলেই ইংলিশ অধিনায়ক জো রুটকে (১৬) স্লিপে রাহুলের ক্যাচে পরিণত করেন পান্ডিয়া। দলীয় ৮৬ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। সুইং বোলিংয়ের প্রদর্শনীতে ২৯ বলের এক আগুনে স্পেলে ইংলিশ ব্যাটিং অর্ডার দুমড়ে-মুচড়ে দেন তিনি। মোট ৬ ওভারে এক মেডেনে ২৮ রান দেন পান্ডিয়া। ভারতের হয়ে দ্রুততম সময়ের ব্যবধানে (বলের হিসেবে) ৫ উইকেট নেয়ার রেকর্ড হরভজন সিংয়ের। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টে ২৭ বলের ব্যবধানে ৫ উইকেট নেন এই অভিজ্ঞ স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে হার এড়ানোর বিকল্প নেই ভারতের। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে জো রুটের দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর