× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নাচিয়ে রোবট ভাঙল বিশ্ব রেকর্ড

তথ্য প্রযুক্তি


২ সেপ্টেম্বর ২০১৮, রবিবার

রোবট এখন অনেক কিছুই করতে পারে। রোবট খেলা করতে পারে, গান গাইতে পারে, নির্দেশ মত বেশ কিছু কাজ করতে পারে, এমনকি নির্মাণ শিল্প কিংবা হাসপাতালেও কাজে লাগানোর মত রোবট আবিষ্কার হয়েছে।

এমনকি শোনা গিয়েছিল, ‘সেক্স রোবট’ এর কথাও।

কিন্তু ভাবুন তো, গিনেস বিশ্ব রেকর্ড ভাঙার জন্য নাচছে রোবট।

অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমনটি ঘটেছে চীনের কিংদাও বিয়ার উৎসবে। সেখানে বাদ্যের তালে তালে একদল রোবট নেচেছে বিশ্বরেকর্ড ভাঙার জন্য।

উচ্চতায় দেড় ফুটের কাছাকাছি, আর সংখ্যায় ১০০৭টি--এই রোবটেরা এক মিনিট ধরে নেচে সম্প্রতি ভেঙ্গেছে গিনেস বিশ্বরেকর্ড।

একটি মোবাইল ফোনের নির্দেশনায় এক মিনিট ধরে তারা নির্ভুলভাবে নেচেছে।

তবে, আয়োজকেরা যত রোবট নিয়ে এসেছিলেন, তাদের সবাই কাজটি ঠিকঠাক শেষ করতে পারেনি।

নাচার সময় এদের কয়েকজন মাটিতে পড়ে গিয়েছিল, আর কয়েকজন যথাসময়ে শেষ করতে পারেনি কাজ।

ফলে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয় সেগুলোকে।

কেবলমাত্র ১০০৭টি রোবট ঠিক সময়ে কাজটি শেষ করতে পেরেছে।

সূত্র-বিবিসি ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর