× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

সরকারি হলো আরো ৪৪ হাইস্কুল

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার

সারা দেশে আরো ৪৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে সর্বশেষ গত ২৮শে আগস্ট ১২টি মাধ্যমিক স্কুলকে সরকারিকরণ করা হয়েছিল। সরকারি হওয়া বিদ্যালয়গুলো হলো- বগুড়ার শেরপুর ডি.জে মডেল হাই স্কুল, ধুনট এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মাগুরার আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাবনার চাটমোহর আর সি এন এন্ড বি এস এন মডেল মাধ্যমিক বিদ্যালয়, সুনামগঞ্জের জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, চাঁদপুর হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, বাগেরহাট ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোর চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোর ঝিকরগাছা এম এল মডেল হাইস্কুল, সিলেট গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়, পাবনার বেড়া বিবি পাইলট উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাদুল্লাপুর কেএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, মাদারীপুর শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁ নজিপুর মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ফটিকছড়ি করোনেশন আদর্শ মডেল উচ্চ বিদ্যালয়, নীলফামারীর জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, খুলনা তেরখাদা ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুর ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এ ছাড়াও মাগুরার শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রংপুর তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয়, বরিশাল পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, বগুড়ার দুপচাঁচীয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নওগাঁ চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ খাষকাউলিয়া কে আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাজশাহী দুর্গাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নওগাঁ নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, পাবনার সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুর সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়, কুমিল্লার চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর হাজীরহাট মিল্লাত একাডেমি (উচ্চ বিদ্যালয়), মৌলভীবাজার পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়, কুমিল্লার তিতাস গাজীপুর খান মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার দাউদপুর উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ। মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি হওয়া এই ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোনো শিক্ষক অন্য কোথাও বদলি হতে পারবেন না।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যেসকল উপজেলায় সরকারি স্কুল কলেজ নেই, সেসব এলাকায় নতুন করে একটি স্কুল ও কলেজ সরকারি করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও একটি করে কলেজ সরকারিকরণ শুরু হয়। এরই প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই ৪০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের আদেশ জারি করেছে সরকার ।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর