× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাসে কিংবা আড়ালে

বিনোদন

গ্রন্থনা : বিনোদন বিভাগ
৮ অক্টোবর ২০১৮, সোমবার

ঢাকাই ছবিতে পথ চলতে চলতে হঠাৎ ছিটকে গেছেন অনেক নায়িকাই। তাদের কেউ দেশে থেকেও নিজেকে একেবারেই আড়াল করে ফেলেছেন। আবার কেউ চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার পাশাপাশি গুডবাই জানিয়েছেন দেশকেও। ১৯৯৫ থেকে ২০০০ সাল- এই পাঁচ বছরে ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন দর্শকনন্দিত নায়িকা শিল্পী। তার পুরো নাম আঞ্জুমান আরা শিল্পী। মোহাম্মদ হোসেন প্রযোজিত রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিলেই খুব সহজে দর্শকরা শিল্পীকে মনে করতে পারেন। কারণ, তিনি এ ছবিটিতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকেও ২০০০ সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পী।
বহু নাটকেও অভিনয় করেন এ অভিনেত্রী। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং স্বামী-সন্তানদের নিয়েই তিনি ব্যস্ত।

নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা ছিলেন সোনিয়া। পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা। যার মধ্যে বেশ কিছু সিনেমা ব্যবসাসফলও হয়েছে। সালমান শাহ, বাপ্পারাজ, রিয়াজসহ প্রথম সারির নায়কদের বিপরীতে অভিনয় করেছেন সোনিয়া। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করতেন। একটা সময়ে এসে আড়াল হয়ে যান মিডিয়া থেকে। দীর্ঘদিন ধরে মিডিয়ার বাইরে আছেন। কয়েক বছর আগে বিয়ে করে প্রবাসী স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমিয়েছেন। তিনি এখন লন্ডনপ্রবাসী। সেখানকার নাগরিকও হয়েছেন। তিন সন্তানের জননী সোনিয়া লন্ডনে হাসি নামেই সবার কাছে পরিচিত। ১৯৯১ সালে ‘মান্তান রাজা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্র অভিনয় শুরু। এরপর প্রয়াত নায়করাজ রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে ‘প্রেম শক্তি’ ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে। এরপর আর নতুন কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি।

প্রয়াত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিল তামান্নার। চিত্রনায়ক রুবেলের বিপরীতে প্রথম সিনেমাতেই বাজিমাত। এরপর ‘হৃদয়ে লেখা নাম, ‘তুমি আমার ভালোবাসা’, ‘কঠিন শাস্তি, ‘আমার প্রতিজ্ঞা, ‘চাই শুধু ভালোবাসা, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘পাগল তোর জন্য’সহ অনেক সিনেমায় তাকে দেখা গেছে। তিনি বর্তমানে সুইডেনে আছেন। মাঝে-মধ্যে দেশে বেড়াতে আসেন। চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। তার অভিনীত ৪০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন একসময়ের সুপারহিট এ নায়িকা। শাকিবার অভিষেক হয়েছিল মমতাজুর রহমান আকবরের ‘জীবনের গ্যারান্টি নাই’ ছবির মাধ্যমে। আমিন খানের বিপরীতে প্রথম ছবিই সুপারহিট হয়। এরপর অনেকগুলো ছবিতে কাজ করেছেন। ১৯৯৪ সালের শেষের দিকে জীবন রহমান পরিচালিত ‘প্রেমযুদ্ধ’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধেন লিমা। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টুর ‘কন্যাদান’ ছবিতেও দেখা যায় এই জুটিকে। কিন্তু চিত্রনায়িকা লিমা পরে একেবারেই হারিয়ে যান চিত্রজগৎ থেকে। খোঁজ নিয়ে জানা গেছে তিনি বিউটি পার্লার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। ২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রজগতে সম্পৃক্ততা সাহারার। ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে তার অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’ চলচ্চিত্রটি বেশ ভালো ব্যবসা করেছে। ঢালিউডে শিল্পী সংকট উত্তরণে যথেষ্ট ভূমিকা রেখে এগোচ্ছিলেন এই নায়িকা। কিন্তু ২০১৩ সালে এক চিত্র প্রযোজককে বিয়ে করে চলচ্চিত্র থেকে স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। প্রসঙ্গত, ঢাকাই ছবি থেকে হারিয়ে গিয়ে আড়াল হয়ে যাওয়া বা প্রবাসে চলে যাওয়া নায়িকাদের তালিকায় আরো আছেন জয়শ্রী কবির, অলিভিয়া, নিপা মোনালিসা, কাজরী, রানী, সাবরিনা, কাঞ্চি, একা, বৃষ্টিসহ আরো অনেকে। হ
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর