× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির নেতৃত্বগুণ নেই: ম্যারাডোনা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, সোমবার

ক’দিন আগে লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এবার মেসির কঠোর সমালোচনা করলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার। বার্সেলোনার হয়ে সব শিরোপা জেতা মেসি জাতীয় দলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন না বলেন ম্যারাডোনা। আর পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের নেতৃত্বেরও সমালোচনা করেন তিনি। গতকাল এক অনুষ্ঠানে ম্যারাডোনা বলেন, মেসি অসাধারণ খেলোয়াড়। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেও বিশ্বের সেরা খেলোয়াড়। তবে, যে ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায় তাকে নেতা বানানোটা অনর্থক। আর মেসির পূজা করবেন না।
বার্সেলোনায় মেসি একরকম, আর আর্জেন্টিনার হয়ে অন্যরকম। আমি দায়িত্বে থাকলে মেসিকে কখনোই অধিনায়কত্ব দিতাম না। যদি মেসিকে আমরা যেমন নেতা হিসেবে চাই- তা পেতে হলে আগে তার ওপর থেকে বোঝা সরিয়ে দিতে হবে। যা হওয়ার নয়। সর্বশেষ রাশিয়া বিশ্বকাপেও আশানুরূপ ছিল না মেসির পারফরমেন্স। ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর আন্তর্জাতিক ফুটবলে আর কোনো ম্যাচ খেলেননি ৩১ বছর বয়সী এই ফুটবলার। মেসিকে ছাড়া সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। এর মধ্যে দুটিতে জয় ও এক ম্যাচে ড্র করে তারা। সর্বশেষ ম্যাচে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর