× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

১৮ বছর পর জার্মানিকে হারালো নেদারল্যান্ডস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, সোমবার


ইউয়েফা নেশন্স লীগে প্রথম জয় পেয়েছে নেদারল্যান্ডস। ঘরের মাঠে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে উড়িয়ে দিয়েছে ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি। আমস্টারডামে শনিবার ম্যাচটি ৩-০ গোলে জেতে ডাচরা। ১৮ বছর পর জার্মানির বিপক্ষে জয় পেলো নেদারল্যান্ডস। ২০০২ সালের নভেম্বরে সর্বশেষ জার্মানিকে হারায় ডাচরা। নেশন্স লীগে গত মাসে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করে রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে ছিটকে পড়া জার্মানি। আর ফরাসিদের মাঠে ২-১ গোলে হার দেখে নেদারল্যান্ডস। রোববার ভার্জিল ভ্যান ডাইকের গোলে এগিয়ে যায় ডাচরা।
শেষদিকে মেমফিস দিপাই ও জর্জিনহো ভাইনালডামের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রাশিয়া বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলটি। শেষ ১০ ম্যাচের ছয়টিতে হার দেখলো ২০১৪‘র বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মান। আর শনিবার ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, শেষ ১০ মিনিটে আমরা একবারে ভেঙে পড়েছিলাম। পরবর্তী দুই দিন আমি পুরোপুরি ফ্রান্সের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করায় মনোযোগ দেব। আমরা বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। পরের ম্যাচে আমাদের সর্বোচ্চটা দিয়ে ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে। এদিন ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। কর্নারে মিডফিল্ডার রায়ান বাবেলের হেড ক্রসবারে লাগার পর ফিরতি বল হেডে জালে পাঠান লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। ৫৭তম মিনিটে টমাস মুলার ও এমরি চানকে তুলে লেরয় সানে ও ইউলিয়ান ডেক্সলারকে নামান কোচ জোয়াকিম লো। ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন মেমফিস দিপাই। দারুণ এক পাল্টা আক্রমণে ডান দিক থেকে সেভিয়ার ফরোয়ার্ড কুইনসি প্রোমেসের পাস পেয়ে উঁচু শটে জাল খুঁজে নেন লিঁওর এই ফরোয়ার্ড। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের পায়ের নিচ দিয়ে বল ঠিকানায় পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন লিভারপুল মিডফিল্ডার ভাইনালডাম। বিশ্বকাপের পর আর গোল পায়নি জার্মানি। আন্তর্জাতিক ম্যাচে তারা সর্বশেষ গোল পায় রাশিয়া বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে। এরপর নেশন্স লীগে ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। আগামীকাল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামবে জার্মানি। দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ লীগের গ্রুপ-১ এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। তৃতীয় স্থানে নেমে যাওয়া জার্মানির পয়েন্ট ১। শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পয়েন্ট ৪।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর