× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ব্রাজিল-আর্জেন্টিনার কখনোই প্রীতি ম্যাচ হয় না’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, সোমবার

দেড় বছর পর ফের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় শুরু হবে প্রীতি ম্যাচটি। সৌদি আরবের শহর জেদ্দায় হবে এটি। আর এই দুই দলের ম্যাচ কখনোই প্রীতি হতে পারে না- বললেন ব্রাজিলের কোচ লিওনার্দো বাচ্চি তিতে ও আর্জেন্টিনার স্ট্রাইকার মাউরো ইকার্দি। ইন্টার মিলান তারকা ইকার্দি বলেন, আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে কখনো প্রীতি ম্যাচ হয় না। এই ম্যাচ ঘিরে থাকে অনেক আবেগ। আগের সফরে (বিশ্বকাপের পর) আমরা কলম্বিয়ার মতো দলের বিপক্ষে খেলেছি। ওরাও দুর্দান্ত দল।
কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই, তাদের বিপক্ষে খেলা মানে অন্য কিছু। এ কারণে ওদের বিপক্ষে যে ম্যাচই খেলুন না কেন, সেটা কখনো প্রীতি ম্যাচ হয় না। এটা কখনো হবেও না। এমনই কথা বললেন ব্রাজিলের কোচ তিতেও। তিনি বলেন, আমরা সৌদি আরবের বিপক্ষে খুব ভালো খেলিনি। আমরা জিতেছি স্রেফ দারুণ একটা আক্রমণভাগ ছিল বলে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা কখনোই প্রীতি ম্যাচ হয় না। তাই এ ম্যাচে আমাদের সবচেয়ে ভালো খেলতে হবে। গত ম্যাচে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। আর শেষ ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারায় ব্রাজিল। ব্রাজিল-আর্জেন্টিনা এ নিয়ে ১০৪ বার মুখোমুখি হয়েছে। একসময় দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবে সমতা থাকলেও ব্রাজিল কিছুটা এগিয়ে রয়েছে। ৪০ ম্যাচ জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনা ৩৮টি। গত বছর জুনে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল প্রীতি ম্যাচে। কোচ হোর্হে সাম্পাওলির অভিষেক ম্যাচে আর্জেন্টিনা জয় পায় ১-০ গোলে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর