× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বোধনের দিনই কলকাতার পথে পথে মানুষের ঢল

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) অক্টোবর ১৫, ২০১৮, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

কলকাতার পথে পথে মানুষের ঢল। ষষ্ঠীর বোধনের আগের দিন থেকেই মানুষ মন্ডপ ও মূর্তি দেখতে পথে নেমে পড়েছেন। থিমের পুজো থেকে সাবেকিয়ানার মিশেলে উৎসবমুখর বাংলায় খুশির আমেজ। বাঙালি মেতে উঠেছে তার প্রাণের উৎসবে। সোমবার দেবী দুর্গার আমন্ত্রণ ও বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী এই শারদোৎসবের। পশ্চিমবঙ্গে এ বছর প্রায় ৩০ হাজার সর্বজনীন পূজা হচ্ছে। এর মধ্যে কলকাতাতেই প্রায় ৩ হাজার পূজার আয়োজন করা হয়েছে। এছাড়া রয়েছে কয়েকশ বনেদী বাড়ির পুজো।
কলকাতা ও শহরতলীর পূজাতে থিমের ব্যাপক প্রয়োগের ফলে মন্ডপ ও দুর্গা প্রতিমার ক্ষেত্রে এসেছে নানা বৈচিত্র। থিম পূজার রমরমায় খুশি সকলে। নানা ধরণের মন্ডপ এবং প্রতিমা দেখার সুযোগ হচ্ছে। কোথায় উঠে এসেছে পুরনো দিনের কথা, কোথাও বা বিষয় হিসেবে উঠে এসেছে নানা সামাজিক সমস্যা। সেই সঙ্গে আরৈার শিল্পিত রূপ। আরৈার রঙে পাল্টে গিয়েছে কলকাতার স্কাই লাইন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর রাজ্যের ২৮ হাজার পূজা কমিটিকে ১০ হাজার রূপি করে অনুদান দিয়ে উৎসাহিত করেছেন। পুজোর বিসর্জনের পরের দিন বিশেষ কার্ণিভালেরও আয়োজন করা হয়েছে। এই কার্ণিভালে দেখা যাবে সেরা প্রতিমাগুলিকে। মন্ডপে মন্দির স্থাপনের পাশাপাশি বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। একটি পূজা মন্ডপে তুলে ধরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যলায়কে। আবার সল্টলেকের একটি পুজো মন্ডপ গড়ে উঠেছে চীনের ইউনান প্রদেশের শৈল্পিক সত্ত্বা নিয়ে। এই পূজায় অবশ্য কলকাতায় নিয়ুক্ত চীনা কূটনীতিক উদার হাতে সাহায্য করেছেন। দুগা পূজাকে কেন্দ্র করে যাতে কোন অবাঞ্ছিত ঘটনা না ঘটে সে ব্যাপারে কলকাতা পুলিশ কড়া নজরদারি ব্যবস্থা চালু করেছে। পূজার দিনগুলিতে আট হাজার পুলিশ নজরদারি চালাবে। বসানো হয়েছে অতিরিক্ত ৭৪টি সিসি ক্যামেরা। শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে তৈরি করা হয়েছে ৪৬টি ওয়াচ টাওয়ার। শহরের প্রায় ৪০০টি পূজা প্যান্ডেলের বাইরে পুলিশ পিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রয়েছে ২৪টি রেডিও ফøাইং স্কোয়াড। এদিকে পুজোকে কেন্দ্র করে কলকাতা শহরকে বাণিজ্যিক হোডিংয়ে মুড়ে ফেলা হয়েছে। আর অন্য বারের মতো নানা ধরণের প্রতিযোগিতা উপলক্ষ্যে বিশিষ্ট বিচারকবৃন্দ ঘুরছেন নানা পূজা মন্ডপ। তাদের বাছাই করা সেরা প্রতিমা, সেরা মন্ডপ, এমনকি ভাল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়েছে। ফলে পূজা কমিটিগুলির মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর