× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার মোবাইল অ্যাপ দেবে অ্যাম্বুলেন্সের সন্ধান

তথ্য প্রযুক্তি

স্টাফ রিপোর্টার
২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে মোটর সাইকেল, ব্যক্তিগত গাড়িতে যাত্রীপরিবহন সেবার পর এবার একইভাবে দেশজুড়ে পাওয়া যাবে জরুরি অ্যাম্বুলেন্স সেবা। অ্যাপভিত্তিক জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এসেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ইজিয়ার টেকনোলজি লিমিটেড। ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সহযোগিতায় চালু করা এই সেবার উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার বিকালে খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সের কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এই সেবার উদ্যোক্তা ইজিয়ারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বলেন, অ্যাম্বুলেন্স চালকদের রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এখন থেকে মোবাইলে ‘ইজিয়ার’ অ্যাপের মাধ্যমে ঢাকা শহরসহ সারা দেশে এ সেবা যে কেউ পেতে পারবেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে তারই প্রমাণ এটি। ইজিয়ারের মাধ্যমে যে সেবা দেওয়া হবে তা সফল হবে বলে আমি আশা করছি।

আপাতত গুগল প্লে স্টোর থেকে ইজিয়ার অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছ।
সূত্র জানায়, সারা দেশে ১০ থেকে ১২ হাজার বেসরকারিভাবে পরিচালিত অ্যাম্বুলেন্স রয়েছে। আর ঢাকায় আছে প্রায় চার হাজার অ্যাম্বুলেন্স।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর