× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাবি ভর্তি পরীক্ষা / 'সি' ইউনিটের ফল প্রকাশ

শিক্ষাঙ্গন

রাবি প্রতিনিধি
(৫ বছর আগে) অক্টোবর ২৬, ২০১৮, শুক্রবার, ৪:৪৬ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞান অধিভুক্ত 'সি' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল এবং  ফল পরবর্তী করণীয় প্রক্রিয়া প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে জানানো হয়, বিজ্ঞান স্ট্রিমে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৫-১১ই নভেম্বরের মধ্যে অনলাইনে (admission.ru.ac.bd) বিভাগ পছন্দক্রম ফরম পুরণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ পছন্দক্রম ফরম পুরণ না করলে, তার ভর্তি যোগ্যতা বাতিল বলে গণ্য করা হবে। পছন্দক্রম এবং মেধাক্রমানুসারে শিক্ষার্থীদের তালিকা ২০শে নভেম্বর বিশ্বদ্যালয়ের ওয়েবসাইট অথবা বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ডে দেয়া হবে।

ওয়েবসাইটে আরও জানানো হয়, অবিজ্ঞান স্ট্রিম এবং বিজ্ঞান স্ট্রিমের যেসকল ভর্তিচ্ছু পরীক্ষার উত্তরপত্রে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করেছে, তাদের মধ্যে উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষার সূচি আগামী ৫ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া হবে।

তাছাড়া পোষ্য কোটায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিও ৫ই নভেম্বর বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তি সংক্রান্ত পরবর্তী  কার্যক্রম যথাক্রমে ছাত্রউপদেষ্টা, জনসংযোগ দপ্তর ও প্রধান চিকিৎসক এর কার্যালয় থেকে পরিচালিত হবে।
এছাড়া, ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- admission.ru.ac.bd তে পাওয়া যাবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর