× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রাবির ভর্তি পরীক্ষা /‘ই’ ইউনিটের ফল প্রকাশ

শিক্ষাঙ্গন

রাবি প্রতিনিধি
(৫ বছর আগে) অক্টোবর ২৯, ২০১৮, সোমবার, ৭:০৩ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ডিনস ভবনের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত ফলাফলের মেধাক্রম অনুযায়ী গ্রুপ-১ থেকে প্রথম এক হাজার সাতশ ৪৫ জন এবং গ্রুপ-২ থেকে এক হাজার সাতশ ৩৫জনকে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয়েছে। আগামী ১৯শে নভেম্বর গ্রুপ-১ এবং পরদিন ২০শে নভেম্বর গ্রুপ-২ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
মনোনীত শিক্ষার্থীদের আগামী ৫ই নভেম্বর দুপুর ১২টা থেকে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য ভর্তীচ্ছুকে পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, বিভাগ পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
এ ছাড়া অর্থনীতি বিভাগে ভর্তীচ্ছুদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি সাক্ষাৎকারের সময় সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) পাওয়া যাবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর