× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দু’দশক পেরিয়ে ফেরদৌস

বিনোদন

স্টাফ রিপোর্টার
১ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

১৯৯৮ সালের রোজার ঈদে বিটিভিতে প্রদর্শিত হয়েছিল বাসু চ্যাটার্জি পরিচালিত ফেরদৌস অভিনীত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। এই সিনেমায় অজিত চরিত্রে অভিনয় করে সেই সময় সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিলেন ফেরদৌস। শুধু তাই নয় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে অভিনয় করেই তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে তারও আগে তিনি ছটকু আহমেদের নির্দেশনায় ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় প্রয়াত সালমান শাহর স্থলাভিষিক্ত হয়ে অভিনয় করেন। চলচ্চিত্রে পেশাগতভাবে তার পথচলা শুরু হয় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে। সেই হিসেবে সিনেমায় অভিনয়ের ফেরদৌস দুই দশক অর্থাৎ ২০ বছর সময় পার করছেন। টানা ২০ বছর ধরে বলা যায় প্রায় একই রকম জনপ্রিয়তা নিয়ে অভিনয় করে যাচ্ছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক। দীর্ঘদিনের পথচলা প্রসঙ্গে ফেরদৌস বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোভাবে এখনো কাজ করে যাচ্ছি।
আজ এই সময়ে এসে বলতেই হয় যাদের কথা তারা হচ্ছেন ছটকু আহমেদ, বাসু চ্যাটার্জি, বিবি রাসেল, অঞ্জন চৌধুরী, দীলিপ
বিশ্বাস, হাবিবুর রহমান, সানোয়ার মোর্শেদ, বিবি রাসেল, আমার পরিবার, আমার বাবা মা, স্ত্রী এবং আমার দুই সন্তানের কথা। নায়িকাদের মধ্যে মৌসুমীর কথা বিশেষভাবে বলতেই হয়। অবশ্যই শাবনূর, পপি, পূর্ণিমা, ঋতুপর্ণা এবং প্রিয়াংকার নাম আসে। কৃতজ্ঞ আমার সকল সহশিল্পী, সিনেমাটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, প্রযোজক, নতুন নতুন পরিচালক, প্রোডাকশন বয়, সংগীত শিল্পী, সংগীত পরিচালকসহ আমার সকল সাংবাদিক ভাই-বোনের প্রতি। সেইসঙ্গে কোটি কোটি ভক্ত-দর্শকের কাছেও কৃতজ্ঞ। কারণ তাদের কারণেই আমি আজকের ফেরদৌস। সত্যি বলতে কী চলচ্চিত্র একটি পরিবার। তাই পরিবারের সবার সহযোগিতায়ই কিন্তু আমি আজকের ফেরদৌস। ‘হঠাৎ বৃষ্টি’র পর ফেরদৌস সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’, মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘এক কাপ চা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অভিনীত প্রিয় আরো বেশ কয়েকটি সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিন্দি সিনেমা ইকবাল দুররানীর ‘মিট্টি’, দেশের ছবি একে সোহেলের ‘খায়রুন সুন্দরী’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহ আলম কিরণের ‘চুড়িওয়ালা’, তমিজ উদ্দিন রিজভীর ‘জবাবদিহি’। ফেরদৌস প্রযোজিত ‘পোস্ট মাস্টার ৭১’ আসছে বিজয় দিবেস মুক্তি পাওয়ার কথা। শিগগিরই তার প্রযোজনায় নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে ‘গাঙচিল’ সিনেমার। নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর