× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ছত্তিশগড়ে ভোটের শুরুতেই মাওবাদীদের আইইডি বিস্ফোরণ

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) নভেম্বর ১২, ২০১৮, সোমবার, ১১:৫০ পূর্বাহ্ন

মাওবাদী আতঙ্কের মধ্য দিয়ে সোমবার সকাল থেকে ছত্তিশগড়ের ১৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটগ্রহণ শুরু হতেই আইইডি বিস্ফোরক বিস্ফোরণ ঘটিয়ে মাওবাদীরা নিজেদের শক্তি প্রদর্শন করেছে। সকালেই আইইডি বিস্ফোরণে কেঁপে ওঠে দান্তেওয়াড়া। এখানকার কাটেকল্যাণ ব্লকের টুমাকপাল ক্যাম্পের কাছে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সংবাদ সংস্থা সুত্রে জানানো হয়েছে। জানা গেছে, ভোটকেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে ওই বিস্ফোরণ ঘটেছে। এলাকায় একাধিক জায়গায় রাস্তাও কেটে দিয়েছে তারা। মাওবাদীরা অবশ্য এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। এমনকি, ভোট দিলে জন আদালতে বিচার করারও হুমকি দিয়েছে।
সোমবার যে সব এলাকায় নির্বাচন হচ্ছে তার বেশির ভাগ এলাকাই মাওবাদী অধ্যুষিত বলে পরিচিতি। রাজ্যের ৯০টি আসনের মধ্যে সোমবার প্রথম পর্বে যে ১৮টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে তার অনেকটিই মাওবাদী প্রভাবিত এলাকায় অবস্থিত। ফলে এই সব কেন্দ্রের মোট ৪০৭৪টি বুথে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে ১ লাখ নিরাপত্তারক্ষী। এদের মধ্যে রয়েছেন সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি জওয়ান ও রাজ্য পুলিশের কর্মীরা। ১৮ আসনের মধ্যে ১২টি আসনই অতি স্পর্র্শকাতর। সুকমায় ২৩২টি বুথকে অতি স্পর্র্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। সবে মিলিয়ে ২৯ লাখ ভোটার আজ ভোট দিচ্ছেন। আজকেই নির্বাচন যুদ্ধে ময়দানে রয়েছে বিজেপি(১৮), বিএসপি(১৮), কংগ্রেস(১৮), সিপিআই(৮), এনসিপি(২), সিপিআইএম(১) এবং নির্দল ও অন্যান্যদের ৭৮ প্রার্থী। উল্লেখ্য, ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় বাকি ৭২ আসনে ভোট নেওয়া হবে ২০শে নভেম্বর।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর