× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ভিন্নধর্মী ন্যান্‌সি

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি সম্প্রতি ১৫ দিনের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। এ সফরে দুটি কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। এর মধ্যে একটি  সিডনিতে এবং অন্যটি ছিল ক্যানভেরাতে। দুটি কনসার্টই খুব ভালোভাবে সম্পন্ন করেছেন এ শিল্পী। এর মাধ্যমে দীর্ঘদিন পর বিদেশ সফরে গিয়েছেন ন্যান্‌সি। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও ন্যন্‌সি বিদেশ সফরে যাননি দীর্ঘদিন। এদিকে অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরেই গান নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন এ গায়িকা। একাধিক কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি, যেখানে ভিন্নধর্মী ন্যান্‌সিকে আবিষ্কার করা যাবে।
এর মধ্যে সমপ্রতি ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজে ‘ফেরারী দুই ডানাতে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী রাজ বর্মণ। সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর। এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন জায়েদ রেজওয়ান। এতে অভিনয় করছেন কলকাতার রণবীর আর বাংলাদেশের দীপালি। এ গানটি প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, কথা, সুর ও সংগীত মিলিয়ে গানটি আমার বেশ মনে ধরেছে। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে। এদিকে ন্যান্‌সি খুব শিগগিরই হাবিব ওয়াহিদের সঙ্গে একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। এর মাধ্যমে আরো একবার গানের জুটি হিসেবে শ্রোতাদের সামনে আসছেন হাবিব-ন্যান্‌সি। এর বাইরে আরো কয়েকটি ছবির গানেও কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। কয়েকটি অডিওতেও তিনি সামনে কণ্ঠ দেবেন।
ন্যান্‌সি বলেন, ১৫ দিন পর ফিরেছি। তাই কাজগুলো জমে গেছে। সেই কাজগুলোই শেষ করছি এখন। হাবিব ভাইয়ের সঙ্গে একটি গানে কাজ করবো। পাশাপাশি আরও কিছু ভালো কাজ রয়েছে চলচ্চিত্র ও অডিওতে। এরবাইরে কিছু স্টেজ শোও রয়েছে। সব মিলিয়ে এখন থেকে সামনের দিনগুলো বেশ ব্যস্ততার মধ্যেই কাটাতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর