× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘মরিনহোর আচরণ শিশুর মতো’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, বুধবার

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোকে ধুয়ে দিলেন সাবেক ইংলিশ স্ট্রাইকার ক্রিস সাটন। মরিনহোর আচরণ ‘বড় শিশুর’ মতো বলে মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, ম্যানইউ অন্য কোনো কোচের অধীনেই কেবল উন্নতি করতে পারে বলে নিজের অভিমত ব্যক্ত করেন সাটন। গত রোববার ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলে হার দেখে ম্যানইউ। আর ম্যাচ শেষে মরিনহো বলেন, নিজ মাঠে ম্যানসিটির টানা দুই ম্যাচ খেলার সুবিধার বিপরীতে জুভেন্টাসের মাঠ থেকে ফিরে ক্লান্তির ছাপ ছিল ইউনাইটেডের। ম্যানচেস্টার ডার্বির আগে সাউদাম্পটন (৬-১) ও শাখতার দোনেস্ককে (৬-০) গোলবন্যায় ভাসায় সিটিজেনরা। অন্যদিকে, টানা দুইটি অ্যাওয়ে ম্যাচে বোর্নমাউথ ও জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে জয় কুড়ায় ম্যানইউ। মরিনহোর মন্তব্যকে অসম্মানজনক ও নিরর্থক বলে অভিহিত করেন সাটন।
ব্ল্যাকবার্ন রভার্সের হয়ে ১৯৯৫ সালে প্রিমিয়ার লীগ জয়ী সাটন বলেন, ‘ইউনাইটেড পাত্তাই পায়নি। যেন ম্যানচেস্টার বনাম ম্যানচেস্টারের রিজার্ভ টিমের খেলা দেখেছি। ম্যানসিটির সঙ্গে তাদের ব্যবধান অনেক এবং কোচের পরিবর্তন ছাড়া এটির পরিবর্তন দেখছি না। সবচেয়ে অপ্রীতিকর লেগেছে, ম্যাচ শেষে মরিনহোর মন্তব্য। বড় শিশুর মতো আচরণ করেছেন তিনি। এর শেষ কোথায়?’ ম্যানসিটির পেছনে দ্বিতীয় হয়ে গত মৌসুম শেষ করেন ম্যানইউ। শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে ক্লাব কর্তৃপক্ষকে নতুন খেলোয়াড় কেনার তাগাদা দেন মরিনহো। কিন্তু দলবদলে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না পর্তুগিজ কোচ। বড় সাইনিং শাখতার থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। দলবদলে ম্যানসিটির সঙ্গে তুলনা প্রসঙ্গে সাটন বলেন, ‘ম্যানসিটি কত ব্যয় করলো সে কথাই বলছেন মরিনহো। ম্যানইউকে তো প্রথমে ওয়াটফোর্ড ও বোর্নমাউথকে ছুঁতে হবে। আর তিনি যেসব খেলোয়াড়কে সই করিয়েছেন তারা কি সফল? তিনি কি ঠিকমতো অর্থ ব্যয় করতে পেরেছেন? আমি তা মনে করি না। কেন তার ওপর বিশ্বাস রেখে জানুয়ারির দলবদলে নামবে ইউনাইটেড বোর্ড?’ পয়েন্ট তালিকায় ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ম্যানইউ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর