× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ও.ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত সাকিব-তামিম

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ নভেম্বর ২০১৮, বুধবার

দেশসেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। সেরা দুই পারফরমারকে ছাড়া ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করলেও প্রথম টেস্টে লজ্জাজনক হার মানে স্বাগতিকরা। তবে মুশফিকুর রহীমের ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দল ভালো করার পাশাপাশি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব তামিমের খেলার সম্ভাবনাও দেখা দিয়েছিল। গতকালই প্রথম ব্যাট হাতে তুলে নিয়েছিলেন সাকিব। তামিম ব্যাট করছিলেন তিন চারদিন আগ থেকে। তাদের দু’জনকে নিয়ে যখন আশাবাদী হয়ে উঠছিলেন নির্বাচকরা, ঠিক তখনই পাওয়া গেল এক দুঃসংবাদ, আবারো চোটে পড়েছেন বাঁহাতি ওপেনার। গতকাল ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে ব্যথা পেয়েছেন বাঁহাতি ওপেনার।
ব্যথাটা খুব হালকাও নয়। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তামিম। ৪৮ ঘণ্টা শেষেও যদি ব্যথা না সারে, তামিমের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে! সন্ধ্যায় মুঠোফোনে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী মানবজমিনকে বলেন, ‘ব্যাটিং অনুশীলন করতে গিয়ে তামিমের টান লেগেছে। পাঁজরে ব্যথা আছে। আল্ট্রাসনো করে আমরা ওকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছে। ৪৮ ঘণ্টা পর দেখতে হবে, ব্যথা কতটা থাকে কিংবা আদৌ থাকে কি না। না থাকলে এক্স-রে করাতে হবে।’
গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাঁ হাতে মারাত্মক আঘাত পান তামিম। টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই তাকে চলে আসতে হয় দেশে। চোটে পড়ে জিম্বাবুয়ে সিরিজটাও খেলা হয়নি তার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে তামিম যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরতে পুরোপুরি ব্যাটিং অনুশীলন শুরু করেছেন, তখন আবারো পেয়েছেন চোট। অনিশ্চিত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এশিয়া কাপে আঙুলের চোটে পড়ে এশিয়া কাপ শেষ হয়ে যায় সাকিবেরও। পুনর্বাসন প্রক্রিয়া শেষে গতকাল অনুশীলন শুরু করেন বাঁহাতি অলরাউন্ডার। অনুশীলন বলতে ফিটনেস নিয়ে কাজ করা আর ব্যাট গ্রিপ করা। ২২শে নভেম্বর থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সাকিব ফিরতে পারবেন কি না, সেটিও নিশ্চিত হতে পারছেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘আমরা ফিজিওর রিপোর্টের অপেক্ষায় আছি। সাকিব ও তামিমের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবো, তারা এই সিরিজে থাকতে পারবে, কি পারবে না।’ ২২শে নভেম্বর চট্টগ্রাম টেস্ট দিয়ে পূর্ণ সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর