× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

খাসোগি হত্যা: ‘বসকে বলুন মিশন শেষ’

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর মিশনে অংশগ্রহণকারী স্কোয়াড থেকে একটি ফোন করা হয়। তাতে বলা হয়, ‘আপনাদের বসকে বলুন মিশন সম্পন্ন হয়েছে’। এখানে বস বলতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বোঝানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, খাসোগিকে হত্যার অল্প পরেই ওই ফোনটি করা হয়। তুরস্কের গোয়েন্দারা খাসোগি হত্যার যেসব ডকুমেন্ট সংগ্রহ করেছে তার মধ্যে রয়েছে অডিও। এ বিষয়ে জানেন এমন তিনটি সূত্রকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলেছে, ওই হত্যাকাণ্ডের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার দৃঢ় প্রমাণ রয়েছে ওই রেকর্ডিংয়ে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হতে পেরেছেন।
ওই রিপোর্টে আরো বলা হয়েছে, খাসোগিকে টার্গেট করে সৌদি আরব যে ১৫ সদস্যের টিম পাঠায় তার মধ্যে অন্যতম মাহের আবদুল আজিজ মুতরেব। তিনিই ওই ফোনকল করেছিলেন এবং আরবিতে কথা বলেছিলেন। মুতরেব হলেন সৌদি আরবের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি ঘন ঘন ক্রাউন প্রিন্সের সঙ্গে সফর করে থাকেন। তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলেছেন, তারা বিশ্বাস করেন যে, ওই ফোনকলটি করেছিলেন মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ একজন সহযোগী। তবে এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কারণ, তুরস্কের কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে যে অডিও রেকর্ডিং আছে তা পূর্ণাঙ্গভাবে মোহাম্মদ বিন সালমান জড়িত থাকার পক্ষে প্রমাণ দেয় না। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, সর্বশেষ যে প্রমাণটি পাওয়া গেছে তা একটি গুরুত্বপূর্ণ ক্লু। ব্রকিংস ইন্সটিটিউশনে কর্মরত সিআইএ’র সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল বলেন, এমন ফোনকল হলো বন্দুকের মুখের ধোঁয়ার মতো। এটা একটি সুস্পষ্ট প্রমাণ। ওদিকে খাসোগি হত্যাকাণ্ডে ক্রাউন প্রিন্স জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর