× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

এটিএন বাংলায় আজ থেকে ‘হাজার বত্রিশ’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৪ নভেম্বর ২০১৮, বুধবার

এটিএন বাংলায় আজ প্রচার শুরু হচ্ছে হরর ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। নাটকটির রচনায় পান্থ শাহরিয়ার ও পরিচালনায় রয়েছেন শৌর্য দীপ্ত সূর্য। দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা পথিক নাটকটির প্রযোজনা করেছে। নাটকের গল্পে দেখা যাবে, জাফর সাহেবের সারাজীবনের স্বপ্ন ছিল একটি বাড়ি করার, করেনও। বাড়ির নাম্বার ১০৩২। কিন্তু সে সুখ তার সইলো না। তার স্ত্রী মারা গেলেন। এখান থেকেই নাটকের গল্পের শুরু।
তিনি  ছেলেমেয়েদের নিয়ে দোতলায় থাকেন। একতলা ভাড়া দিয়ে রাখলেও কেউ এখানে থাকতে চায় না। কেমন যেন ভূতুরে ব্যাপার আছে এখানে। সবাই বলে রাতে জাফর সাহেবের স্ত্রী ঘুরে বেড়ান একতলায়। কেউ কেউ আবার  হেসে উড়িয়ে দেয় এমন সব কথাকে। কিন্তু তার পরেও মাসের পর মাস ১০৩২ নম্বর বাড়ীর সামনে ঠেলা গাড়ী দেখা যায়। টিকে থাকতে পারে না  কোন পরিবারই। এভাবেই গল্পের আবর্তে গল্প তৈরী হয় আর আমরা  দেখতে পাই একেকটা নতুন পরিবার নতুন নতুন সমস্যা নিয়ে এসে হাজির হয় জাফর সাহেবের ১০৩২ বাড়ীর নীচ তলায়। নাটকে অভিনয় করেছেন- আবুল হায়াত, রুনা খান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নিকুল কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ। নাটকটি আজ বুধবার (১৪ নভেম্বর) থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর