× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

স্পিকারের ঘোষণা: পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন রাজাপাকসে

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) নভেম্বর ১৪, ২০১৮, বুধবার, ৩:১৪ পূর্বাহ্ন

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা নিযুক্ত প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। বুধবার তার ওপর আনীত অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হয় পার্লামেন্টে। এতে সংখ্যাগরিষ্ঠতা হারান রাজাপাকসে। পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া এ ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। স্পিকার কারু জয়সুরিয়া যখন এ ঘোষণা দেন তখন তার প্রতিবাদ করতে থাকেন রাজাপাকসের সমর্থকরা। তা সত্ত্বেও স্পিকার বলেন, কণ্ঠভোটে আমি বুঝতে পেরেছি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এর আগে মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট সিরিসেনার গেজেট নোটিফিকেশনের বিরুদ্ধে রায় দেন।
প্রেসিডেন্ট সিরিসেনা পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৫ই জানুয়ারি আগাম নির্বাচন দেয়ার নির্দেশ দিয়েছিলেন।  এর আগে তিনি ২৬ শে অক্টোবর নির্বাচিত প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসেকে। একই সঙ্গে পার্লামেন্ট স্থগিত করেন। কিন্তু প্রেসিডেন্টের নির্দেশ মানতে অস্বীকৃতি জানান রণিল বিক্রমাসিংহে। তিনি নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করে অবস্থান করতে থাকেন সরকারি বাসভবনে। পার্লামেন্ট আহ্বান করার দাবি জানাতে থাকেন। বলে, ওই পার্লামেন্টেই তিনি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেবেন। এরই প্রেক্ষিতে তামিলদের সমর্থন চেয়ে বিমুখ হন প্রেসিডেন্ট। তিনি নিশ্চিত হয়ে যান পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাবেন। এটা বুঝতে পেরে তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর