× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

পার্টস ফেরিওয়ালা থেকে তৌহিদ রংপুর অঞ্চলের সেরা করদাতা

বাংলারজমিন

জাভেদ ইকবাল, রংপুর থেকে
১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

মোটরসাইকেলের পার্টস ফেরিওয়ালা থেকে তৌহিদ এখন রংপুর অঞ্চলের সেরা করদাতা নির্বাচিত হয়েছে। আয়কর মেলা উপলক্ষে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে তাকে রাষ্ট্রীয় সেরা করদাতার সম্মাননা ক্রেস্ট-সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর কর অঞ্চলের কর কমিশনার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনর (সার্বিক) আব্দুল্লাহ সাজ্জাদ, রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি আব্দুল মজিদ, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌস পলি, যুগ্ম কর কমিশনার আশরাফুল ইসলাম প্রমুখ। লোকসানে পড়া বাবার পক্ষে একটি সাইকেল ক্রয় করতে না পেরে ৪ কিমি পথ পায়ে হেঁটে টিউশন করে তার শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ছোট ব্যবসা শুরু করেন। খুচরা যন্ত্রাংশ কাঁধে বয়ে বেড়ানো তৌহিদ হোসেনের অনিশ্চিত যাত্রাই হবে সাফল্যের স্বপ্নযাত্রা এটি সে কখনো ভাবেনি। তৌহিদ তার প্রতিক্রিয়ায় জানান, এক সময় তার ব্যবসায়ী পিতার অবস্থা ছিল বিশাল। সেই ব্যবসার ধস নেমে যাওয়ায় দিশাহারা হয়ে আক্রান্ত হয় মস্তিষ্ক রক্তক্ষরণসহ বিভিন্ন রোগে। এ সময় তার বড় ভাই তানভীর হোসেন আশরাফী ও তৌহিদ লেখাপড়ার পাশাপাশি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়।
ছাত্র অবস্থায় তৌহিদ টিউশনিসহ ১শ টাকা দিন হাজিরাতে মোটরসাইকেলের যন্ত্রাংশ ব্যাগ কাঁধে নিয়ে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় দোকানগুলোতে সরবরাহ করতো। এ সময় সে ব্যবসার গোমর বুঝে ফেলে স্বল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করে। ফেরি করে ব্যবসার প্রথম দিনে ১ হাজার ১শ ৮০ টাকা মুনাফা করে। সততা ও পরিশ্রমের কারণে সে আজ রংপুরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তৌহিদ বলেন, ছোট বেলা থেকে ইচ্ছে ছিল তার সেনাবাহিনী কর্মকর্তা হয়ে দেশ সেবা করার। কিন্তু সে সুযোগ সে না পেলেও তার এ সফলতা আল্লাহর বিশেষ রহমত বলে তিনি মনে করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর