× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজারের ৪টি আসনে বিএনপির মনোনয়ন কিনলেন যারা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

মৌলভীবাজার ৪টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য বিএনপির দলীয় মনোনয়নপত্র এ পর্যন্ত সংগ্রহ করলেন যারা।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী): সংসদীয় আসনে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দারাদ আহমদ, কাতার প্রবাসী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আসাউদ্দিন বটল, কাতার প্রবাসী বিএনপি নেতা লোকমান হোসেন, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার হাসনা, যুবদল নেতা হাজী সেলিম, জেলা যুবদল নেতা ও পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ (ললন)।
মৌলভীবাজার-২ (কুলাউড়া): জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান জুবেদ, বিএনপি নেতা আলহাজ শওকতুল ইসলাম শকু।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর): জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমান, জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান মুজিব। বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান নিয়ে জেলা বিএনপির একাধিক নেতা মানবজমিনকে জানিয়েছেন উত্তোলন ও জমাদানের সময় থাকায় অনেকেই মনোনয়নপত্র এখন সংগ্রহ করছেন। তাই জেলায় এখন পর্যন্ত একটি আসনে কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তা নির্দিষ্ট করে তারা কিছু বলতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের ছবি দেখেই তারাও সবার মতো নিশ্চিত হচ্ছেন।
তবে এ খবর সংগ্রহকালে বিএনপির প্রার্থী হতে আগ্রহী অনেকেই মনোনয়নপত্র সংগ্রহের আগ্রহ দেখিয়েছেন এবং তা সংগ্রহ করতে তারা ঢাকায় যাচ্ছেন বলেও জানিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর