× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কক্সবাজারের সাবেক এমপি আলমগীর ফরিদকে দলে ফেরালো বিএনপি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

 কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার সকাল সাড়ে ১০টায় তার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য জানানো হয়।
সূতমতে, ২০০৬ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ। এ কারণে দল থেকে বহিষ্কার হন তিনি। ২০০৬ সালের নির্বাচন বাতিল হয়ে ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। কিন্তু তখন জেলে থাকায় আর নির্বাচনে অংশ নিতে পারেননি আলমগীর ফরিদ। তখন থেকে জেলা বিএনপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই মহেশখালী-কুতুবদিয়া আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন আলমগীর ফরিদ।
আলমগীর ফরিদ জানান, আমাকে বহিষ্কার করা হলেও আমি বিএনপি ও শহীদ জিয়ার আদর্শ থেকে একচুলও নড়িনি। দীর্ঘ ১২ বছর আমি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছিলাম। দল আমাকে একটু পরে হলেও মূল্যায়ন করেছে। এই জন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর