× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ফুলবাড়ীয়ায় মনোনয়ন যুদ্ধে ২১ প্রার্থী

বাংলারজমিন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ আসনে নৌকার মাঝি হতে চান ১৩ জন। এদের মধ্যে প্রবীণের চেয়ে নবীনই বেশি। মনোনয়ন সংগ্রহকারী প্রায় সবারই রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। এ ১৩ জন প্রার্থীর মধ্যে চলছে লড়াই। দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন নৌকার মাঝিরা। তবে এ লড়াইয়ে যারা হারবেন তারা সবাই নৌকার পক্ষে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন। তারপরও সব ছাপিয়ে মনোনয়ন দৌড়ে অংশ নিচ্ছেন তারা। মনোনয়ন সংগ্রহকারীরা হলেন আওয়ামী পরিবারের বয়োজ্যেষ্ঠ নেতা ফুলবাড়ীয়া থেকে পাঁচবারের নির্বাচিত এমপি, গণপরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী, টিএন্ডটি বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মালেক আখন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালেক সরকার, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মফিজ উদ্দিন মণ্ডল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী, ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে বি এম আমিনুল ইসলাম খাইরুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পাঁচবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস এম সাইফুজ্জামান সাইফুল ও আছিম ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তোতা, ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ (উত্তর) এর আইন বিষয়ক সম্পাদক, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ছারোয়ার খান জাকির।
বিএনপি: বিএনপি থেকে মনোনয়ন তুলেছেন ৫ নেতা।
তারা হলেন-  সাবেক এমপি ও উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিয়ার শামছউদ্দিন আহমদ এবং জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আখতারুল আলম ফারুক, ঢাকা উত্তর যুবদলের বন বিষয়ক সম্পাদক আবদুল আজিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজউদ্দিন মাস্টার। দীর্ঘদিন পর এলাকায় কর্মিসভা করেছেন শামছউদ্দিন মাস্টার। মনোনয়ন পেতে তিনিও জোর লবিং চালাচ্ছেন। এদিকে প্রচারণার মাঠে তৃণমূল ভোটারদের নজর কেড়েছেন তরুণ শিল্পপতি ও শেরেবাংলার নাতনি জামাতা আখতারুল আলম ফারুক। অতিবিনয়ী ফারুক সহজেই মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে গণসংযোগ করে ইতিমধ্যে আলোচনায় এসেছেন তিনি। মনোনয়ন দৌড়ে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন তার কর্মীরা। জাপা: জাতীয় পার্টি হতে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. আর ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা জাপা’র সহ-সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় শ্রমিক পার্টির মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জু আক্তার।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর