× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গায়িকা যখন নায়িকা

বিনোদন

গ্রন্থনা : বিনোদন বিভাগ
১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

দেশীয় সংগীতাঙ্গনের বেশ কয়েকজন গায়িকাই গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন। এদের মধ্যে কেউ অভিনয় করেছেন চলচ্চিত্রে আবার কেউ নাটকে। কেউ আবার দুই মাধ্যমেই অভিনয় করেছেন। ফাতেমা তুজ্‌ জোহরা ১৯৮৪ সালে খ ম হারুন পরিচালিত ‘লাগুক দোলা’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। এই নাটকে তিনি একটি নির্বাক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার বিপরীতে ছিলেন খালেদ খান। পরে তিনি কাজী নজরুল ইসলাম রচিত গল্প অবলম্বনে নির্মিত ‘শিউলি মালা’ নাটকে এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প অবলম্বনে নির্মিত ‘শেষের রাত্রি’ (২০১২) ও ‘ঘাটের কথা’ (২০১৭) নাটকে অভিনয় করেন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নির্মিত ‘ঘাটের কথা’ নাটকটি পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ।
রুনা লায়লা অভিনয় করেন চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ চলচ্চিত্রে। এটিতে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে অভিনয় করেন তিনি। এ চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র ‘দ্য বডিগার্ড’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। মূলত সংগীতশিল্পী হলেও গুণী নাট্যাভিনেত্রী শম্পা রেজা একই সঙ্গে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কবিতা আবৃত্তিও করেন। চার বছর বয়স থেকে তিনি সঙ্গীত চর্চা শুরু করেন। ১৯৭৫ সালে দশম শ্রেণিতে পড়াকালীন নাট্যাচার্য সেলিম আল দীন পরিচালিত ‘অশ্রুত গান্ধার’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে। ‘ইডিয়ট’ নামের নাটকে অভিনয় তার নাট্যজীবনের টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য করা হয়। সংগীতশিল্পী সামিনা চৌধুরীও অভিনয়ের খাতায় নাম লেখেন। পরিচালক তারিক মুহাম্মদ হাসানের ‘মিডনাইট ব্ল্যাক কফি’ নামক একটি নাটকে তিনি অভিনয় করেন। এটিতে তার বিপরীতে ছিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। লোকগানের সম্রাজ্ঞী মমতাজ। লোকগান গেয়ে সারা দেশের মানুষের প্রিয় শিল্পী হয়ে ওঠেন তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে সংগীতজীবনে সাত শতাধিক অ্যালবাম প্রকাশ করেছেন এই জনপ্রিয় গায়িকা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জীবনে মাত্র একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। উত্তম আকাশ পরিচালিত ‘মমতাজ’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। কণ্ঠশিল্পীর বাইরে পড়শী নতুন পরিচয়ে একটি বেসরকারি রেডিও স্টেশনে রেডিও জকি হিসেবে কাজ করেছেন। ‘পড়শী নাইটস’ নামে জাগো এফএমের নিয়মিত হোস্ট তিনি। এসব পরিচয়ের বাইরে আলোচনায় আসা পড়শীর অন্য পরিচয়টি হয় ‘অভিনেত্রী পড়শী’। ‘রানা পাগলা দ্য মেন্টাল’ ছবিতে একজন কণ্ঠশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এ ছবিতে ঢালিউডের হালের সেনসেশন শাকিব খানের বিপরীতে দারুণ পারফরম্যান্স তাকে নতুন করে তার ভক্তদের সামনে আলোচনায় নিয়ে আসে। মাঝে মাঝে তিনি নাটকেও অভিনয় করেন। এক ঈদে ‘শ্রাবণ এসেছিল মেঘ হয়ে’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। পহেলা বৈশাখ উপলক্ষে একটি নাটকেও অভিনয় করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর