× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

যশোর-২ /মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি নেতা মিজান

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপি দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যশোর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা আলহাজ্ব মিজানুর রহমান খান। দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

গতকাল দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল ১১টায় একটি বিশাল মিছিলসহকারে দলের নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি নেতা আলহাজ্ব মিজানুর রহমান খান। ব্যানার ফেস্টুন, প্লাকার্ড সংবলিত মিছিলটি শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন মিজানুর রহমান খান। তিনি বলেন, দলের এই ক্রান্তিকালে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করতে হবে। দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। এই দলে প্রতিটি নির্বাচনী এলাকায় একাধিক যোগ্য নেতা রয়েছেন যারা প্রত্যেকেই এমপি নির্বাচন করার যোগ্যতা রাখেন। এই জন্য দলের একাধিক নেতা মনোনয়ন ফরম কিনেছেন।
দলীয় কার্যালয়ে জমা দিচ্ছেন। দলীয় মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকারও দিবেন। সব শেষে দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবেন।

ধানের শীষ প্রতীক নিয়ে যিনি মাঠে যাবেন আমরা সবাই তার পক্ষে কাজ করবো। মনোনয়নপত্র জমা দেয়ার সময় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাক ইউনুস আলী, সহ সভাপতি ও সাবেক সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা হাজী মিজান, যুবদল নেতা আব্দুল মান্নান, মুস্তাফিজুর রহমান মোস্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ছাত্রদল নেতা সালাহ উদ্দিন, আবু বক্কার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদ, যুবদলের সাধারণ সম্পাদক আবু মুছা মিন্টু, হাফিজুর রহমান, ফরিদুজ্জামানসহ নির্বাচনী এলাকার দুই উপজেলার ২২টি ইউনিয়নের বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর