× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

হকি ফেডারেশনকে মেরিনার্সের উকিল নোটিশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

গভর্নিং বডির (জিবি) সভায় প্রিমিয়ার লীগের একটি সুরাহা করলেও তা নিয়ে মেরিনার্স ক্লাবে দেখা দিয়েছে চরম অসন্তোষ। এর জেরে ফেডারেশনের নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম দীপু ও সদস্য নজরুল ইসলাম মৃধা। দুজনেই মেরিনার্সের কর্মকর্তা। এবার জিবি সভায় লীগ শিরোপার বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার ইঙ্গিত মিলেছে। সূত্রে জানা গেছে, সভাপতির অনুপস্থিতিতে এবং কোনো রকম রিপোর্টহীন ওই সভার সিদ্ধান্তকে মানতে না পারায় এবার হকি ফেডারেশনকে উকিল নোটিশ পাঠিয়েছে মেরিনার্স ক্লাব।
গেল পাঁচ বছর ধরে হকিতে অস্থির একটি সময় চলছে। ফেডারেশনের কমিটি নিয়ে আন্দোলন হয়েছে। নির্বাচন নিয়েও হয়েছে অনেক জলঘোলা।
ফেডারেশনের অন্তর্দ্বন্দ্ব নিয়ে সাবেক খেলোয়াড়রা জড়িয়েছিলেন। সেই বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছিল। এবারের প্রিমিয়ার লিগ নিয়ে তো একেবারে তথৈবচ অবস্থা। মোহামেডান ও মেরিনার্সের মধ্যকার নিষ্পত্তি না হওয়া শেষ ম্যাচ নিয়েই যত গণ্ডগোল। এ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এবার লীগ শিরোপার বিষয়টি আদালতেও গড়িয়েছে। দুদিন আগে মেরিনার্স ক্লাব হকি ফেডারেশনকে উকিল নোটিশ পাঠিয়েছে। তাদের দাবি, মোহামেডানের বিপক্ষে এক পয়েন্ট দিয়ে ম্যাচ ড্র করাটা হকির আইনের পরিপন্থি। হকি ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, লীগ কমিটির চেয়ারম্যান, সম্পাদককে এই আইনি চিঠি দিয়েছে মেরিনার ক্লাব। মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানা বলেন, ‘হকি ফেডারেশনের বর্তমান কমিটি একটি অ্যাডহক কমিটি। জিবি সভায় উপস্থিত ছিলেন না সভাপতি ও বিমানবাহিনী প্রধান মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবাত। তাছাড়া ম্যাচের আম্পায়ারদ্বয়ের রিপোর্ট ছিল না। দেখা হয়নি ম্যাচের ভিডিও রেফারেল। এত কিছুর অনুপস্থিতিতে অ্যাডহক কমিটি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নেই। এই বিষয়গুলো উল্লেখ করেই আমরা আইনি নোটিশ পাঠিয়েছি। মূলত ফেডারেশনে ন্যায়বিচার না পাওয়ায় স্বাভাবিকভাবেই আমরা আইনের শরণাপন্ন হয়েছি। আইনগতভাবে যতটুকু লড়ার আমরা লড়বো।’ লীগ কমিটির সম্পাদক ও ফেডারেশনের কোষাধ্যক্ষ কাজী মইনুজ্জামান পিলা বলেন, ‘মেরিনার্স উকিল নোটিশ পাঠিয়েছে জেনেছি। এখনো পড়া হয়নি। খেলাসংক্রান্ত বিষয় নিয়ে আইন-আদালতে যাওয়া ঠিক নয়। লিগ কমিটির বাইলজে এই ব্যাপারে উল্লেখ রয়েছে। এর পরও যেহেতু আইনি নোটিশ পাঠিয়েছে। ফেডারেশন আলোচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত দেবে।’ উল্লেখ্য, জিবি সভায় ১-১ গোলে ড্র থাকা ম্যাচকে ড্র ঘোষণা করা হয়। ফলে ৪০ পয়েন্টে থাকা মোহামেডানকে চ্যাম্পিয়ন ও ৩৯ পয়েন্টে থাকা আবাহনীকে রানার্সআপ ঘোষণা করা হয়।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর