× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘মিডিয়ায় অপেশাদার মানুষের সংখ্যা বাড়ছে’

বিনোদন

এন আই বুলবুল
১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

যখন কোনো জবাবদিহিতা থাকে না। এছাড়া একটি পেশার মধ্যে যখন অন্য পেশার মানুষ এসে ভিড় জমায় তখন সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে এটাই স্বাভাবিক। আমাদের মিডিয়ায় এখন অপেশাদার মানুষের সংখ্যা বাড়ছে। এই সময়ে শোবিজ সম্পর্কে এভাবেই মন্তব্য করলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তিনি আরো বলেন, আমাদের টিভি চ্যানেলের সংখ্যা বেড়েছে। আমাদের শিল্পীর সংখ্যা বেড়েছে। কিন্তু সঠিক মানুষের সংখ্যা কমেছে। যার ফলে একটা অস্থিতিশীল পরিবেশে আমরা এখন আছি।
সবার একটু সচেতনতাই পারে এ অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে। একটা সময় দর্শক টিভি নাটক দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তো। এখন দেশের টিভি দর্শক ভারতীয় সিরিয়ালে আকৃষ্ট। এই থেকে উত্তরনের পথ কি? দীপা বলেন, আমাদের নির্মাতাদের  আগে দেখতে হবে দর্শক কেন ভারতীয় সিরিয়াল দেখছে। কি এমন গল্প থাকছে আমাদের নাটকে যার কারণে দর্শক দেখছে না। সত্যি বলতে, গতানুগতিক কিছু কারো পছন্দ না। এখন স্যাটেলাইটের যুগে সবাইকে আধুনিক হতে হবে।  আধুনিক চিন্তা ভাবনায় নাটক নির্মাণ করতে হবে। তাহলে আমাদের দর্শক আমাদের নাটকই দেখবে। দীর্ঘ সময় ধরে দীপা খন্দকার টিভি নাটকে অভিনয় করছেন। এখনো সমানতালে অভিনয় করছেন তিনি। একইসঙ্গে ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা। এর রহস্য কি? এ প্রশ্নের উত্তরে দীপার ভাষ্য, আমার শুরুর দিকে এই সময়ের চেয়ে বেশি প্রতিযোগিতা ছিল। সেই সময়টা অনেক কঠিন ছিল বলে আমি মনে করি। তবুও আমি নিয়মিত কাজ করেছি। তারকাখ্যাতির পিছনে না দৌঁড়ে ভালো কাজ করার চেষ্টা করেছি। এখনো কাজের সংখ্যা না বাড়িয়ে ভালো গল্প ও চরিত্রে কাজ করি। আমি বিশ্বাস করি, ভালো কাজের মধ্য দিয়ে একজন শিল্পী সব সময় দর্শকের মধ্যে থাকতে পারেন। আমাদের সিনিয়র অনেক শিল্পী আছেন আজো আমরা তাদের আদর্শ ভাবি। যারা হারিয়ে গেছে তারা তাদের ব্যর্থতার কারণে হারিয়ে গেছে। চলতি বছরে বড় পর্দায় অভিষেক হয় ছোট পর্দার এই অভিনেত্রীর। ওপার বাংলার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ‘ভাইজান এলোরে’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। এই ছবিতে তিনি অভিনয় করেন শাকিব খানের বোনের চরিত্রে। ছবিটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। তবে এরমধ্যে আর কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি তাকে। চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ক্যরিয়ারের শুরু থেকে চলচ্চিত্রের প্রস্তাব পেতাম। কিন্তু বিভিন্ন কারণে করা হয়নি। এছাড়া আমি যেমন গল্প চাইতাম তেমন পেতাম না। ‘ভাইজান এলোরে’ ছবির গল্প ও চরিত্র মনের মতো হওয়াতে অভিনয় করেছি। দর্শক ছবিটি ভালো ভাবে নিয়েছে। এতে আমিও বেশ আনন্দিত। আবার যদি অভিনয় করার মতো কোনো গল্প ও চরিত্র পাই তাহলে চলচ্চিত্রে অভিনয় করবো। মহান বিজয় দিবসের জন্য এই অভিনেত্রী সম্প্রতি ‘অপেক্ষা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। শফিকুর রহমান শান্তনু রচিত নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এক শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর  জীবন সংগ্রাম ও অপেক্ষার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। দীপা বলেন, এখনো আমাদের অনেক মুক্তিযোদ্ধার স্ত্রী তাদের প্রিয়জনদের ফেরার অপেক্ষায় থাকেন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় কত ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। নতুন প্রজন্ম আমাদের স্বাধীনতা অক্ষুন্ন রাখবে এটা প্রত্যাশা করি। এই অভিনেত্রীর হাতে ‘ভবঘুরে’, ‘গল্প শেষে ঘুমের দেশে’ ও ‘লকেট’সহ বেশ কিছু ধারাবাহিক রয়েছে। প্রতিটি ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলে জানান। তিনি আরো বলেন, আমার ধারাবাহিকের সংখ্যা কম। কিন্তু ভালো নির্মাতাদের সঙ্গেই কাজ করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর