× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেয়’

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) নভেম্বর ১৫, ২০১৮, বৃহস্পতিবার, ১:৪১ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই সরকার সমর্থিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, বুধবার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের একটি দল কার্যালয়ের দিকে আসার সময় অন্যায়ভাবে পুলিশ তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনাটি পরিকল্পিত। এর পর পরই সরকার সমর্থিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ নিরীহ নেতা-কর্মীদের ওপর গুলি চালায়। এতে বিএনপির ৫০ নেতা-কর্মী আহত হন। এসময় তিনি হামলাকারিদের ছবি গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা আসবেন এটা স্বাভাবিক। পুলিশ এসব নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। ইসিকে উদ্দেশে করে রিজভী বলেন তফসিলের পর কেন আক্রমণ। গণভবনের সামনে শোডাউন করলে আচরণ বিধি লঙ্ঘন হয় না। বিএনপি অফিসের সামনে এলে হামলা, গ্রেফতার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর