× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মিথ্যা মামলা করায় বাদীর কারাদন্ড

অনলাইন

আমতলী(বরগুনা)প্রতিনিধি
(৫ বছর আগে) নভেম্বর ১৫, ২০১৮, বৃহস্পতিবার, ১:৫২ পূর্বাহ্ন

আমতলীতে মিথ্যা মামলা করার অভিযোগে বাদীকে দোষী সাব্যস্ত করে এক বছর বিনাশ্রম কারাদন্ডের  আদেশ দিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার ওই আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী   হল, আমতলী উপজেলার সোনাউঠা গ্রামের জাফর সর্দারের স্ত্রী শিউলি বেগম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।  আদালত সূত্রে জানা যায়, দন্ড প্রাপ্ত আসামি শিউলি বেগম বাদী হয়ে একই গ্রামের চান মিয়ার ছেলে নাসির উদ্দিনের বিরুদ্ধে গত বছরের ৩০ আগস্ট ধর্ষণের মামলা করে। আমতলী থানার এসআই মাসুদ হাওলাদার তদন্ত শেষে শিউলি বেগমের মামলাটি মিথ্যা মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। শিউলি বেগম নারাজির আবেদন করলে তাও নাকচ হয়। পরে নাসির উদ্দিন বাদী হয়ে শিউলি বেগমের বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে এ বছরের ৩ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মামলা করে। বিচারক সাক্ষ্য প্রমাণে মূল মামলার বাদী শিউলি বেগমকে দোষী সাব্যস্ত করে এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর