× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যাটিং ব্যর্থতাই ডোবালো টাইগ্রেসদের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার

টানা তিন ম্যাচ হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১০৬ রানে আটকে দিয়েও ৬০ রানে হার দেখে টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ৭৬ রান করেন রুমানা আহমেদরা। আর সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে ব্যর্থ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বল হাতে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর আবারো ৩ উইকেটের নৈপুণ্য দেখান পেসার জাহানারা আলম। সেন্ট লুসিয়ায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান করে লঙ্কানরা। সর্বোচ্চ ৩১ রান করেন শশীকালা সিরিবর্ধনে।
জাহানারা তিনটি আর একটি করে উইকেট পান খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। জবাবে ৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। আয়েশা রহমান ১১, নিগার সুলতানা ২০ ও দশ নম্বরে নেমে ১১ রান করেন রিতু মনি। আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার চামারি জয়াগনি। দুইটি করে উইকেট পান উদেশিকা প্রাভোদানি ও শশীকালা সিরিবর্ধনে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সিরিবর্ধনে। স্বল্প পুঁজি নিয়েও ২৫ রানের জয়ে পাঁচ দলের ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলো শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আগামী ১৮ই নভেম্বর নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর দুইদিন আগে শ্রীলঙ্কার শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাগতিকরা। দুই ম্যাচে ৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। দুই ম্যাচে এক জয় ও এক হারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ পয়েন্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর