× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ইজতেমা বন্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ, নোয়াখালীতে ঘেরাও

বাংলারজমিন

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার

মৌলভীবাজারে জেলা ইজতেমা বন্ধের দাবিতে কওমি মাদরাসা ও ওলামা মাশায়েখের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই মিছিল ও অবরোধ করা হয়। পরে মৌলভীবাজারের পুলিশ সুপার ও পৌর মেয়রের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তাবলীগ জামাতের দিল্লির নিজাম উদ্দিন মারকাজের সাদ কান্ধলভীর অনুসারীরা মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর উপশহর এলাকায় গত ৮ থেকে ১০ই নভেম্বর জেলা ইজতেমার ঘোষণা দেন। পরবর্তিতে স্থানীয় কওমি মাদরাসা ও ওলামা মাশায়েখদের বাধার মুখে প্রশাসন উভয়পক্ষের সাথে বৈঠক করে ইজতেমা স্থগিত করে। পরবর্তী সময়ে সাদপন্থিরা নতুন করে ১৫ থেকে ১৭ই নভেম্বর জেলা ইজতেমার দাবিতে ১লা নভেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
এদিকে স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, নোয়াখালীর কৃষ্ণরামপুরস্থ মাদরাসাতুস্‌ সাহাবা সংলগ্ন মাঠে তাবলীগ জামাতের নামে তথাকথিত ইজতেমা বন্ধ করতে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছে নোয়াখালীর ওলামা হাযরাত ও মাইজদী মারকাজের আহলে শূরা’র সদস্যরা। বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে অবস্থানের পর তাবলীগ জামাতের নামে তথাকথিত ইজতেমা বন্ধ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত আবেদন জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন মাইজদী মারকাজের আহলে শূরা সদস্য ডা. আবু হোসেন সরকার, মাওলনা গোলামুর রহমান, হাজী আবদুল মমিন, জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলনা আজিজ উল্যা, জেলা জামে মসজিদের কতিব মুফতি দেলোয়ার হোসাঈন, জেলা কোর্ট মসজিদের খতিব মাওলনা ইসমাঈল হোসেন, হাজিরহাট মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর