× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মাঠে নামছে ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার

মেসি-আগুয়েরো-ডি মারিয়াদের ছাড়া আরেকটি পরীক্ষায় নামছে আর্জেন্টিনা। নিজ মাঠে মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। করদোভার মারিও কেম্পেস স্টেডিয়ামে আগামীকাল সকাল ৬টায় খেলা শুরু হবে। অন্যদিকে, লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। আজ রাত ২টায় ম্যাচটি শুরু হবে। প্রীতি ম্যাচের বাইরে সবার চোখ থাকবে ইউয়েফা ন্যাশন্স লীগে নেদারল্যান্ডস-ফ্রান্স ম্যাচের দিকে। রটারডামে রাত পৌনে ১টায় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে আতিথ্য দেবে ডাচরা। ম্যাচ ড্র করলেই ন্যাশন্স লীগ ফাইনালস এ উত্তীর্ণ হবে দিদিয়ের দেশমের শিষ্যরা।
আর পরের রাউন্ডে যেতে হলে শেষ দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই নেদারল্যান্ডসের। গত সেপ্টেম্বরে ফ্রান্সের মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফেরে তারা। লীগ ‘এ’র গ্রুপ-১ এর পয়েন্ট তালিকায় ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। দুই ম্যাচে ৩ পয়েন্ট নেদারল্যান্ডসের। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আগেই বিদায় নেয় জার্মানি। আগামী ১৯শে নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে জার্মানদের মাঠে নামবে ডাচরা। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টারে ফাইনালে বিদায়ের পর টানা চারটি প্রীতি ম্যাচেই জয় কুড়ায় নেইমারের ব্রাজিল। সবশেষ সৌদি আরব সফরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় সেলেকাওরা। উরুগুয়ে ম্যাচে ইনজুরির কারণে ফিলিপ্পে কুটিনহো, ক্যাসেমিরো ও মার্সেলোকে পাচ্ছেন না কোচ লিওনার্দো বাচ্চি তিতে। টানা দুই জয়ের পর নিজেদের সবশেষ প্রীতি ম্যাচে জাপানের মাঠে ৪-৩ গোলে হার দেখে উরুগুয়ে। গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে সবশেষ দেখায় উরুগুয়ের মাঠে ৪-১ গোলের জয় দেখে ব্রাজিল। বিশ্বকাপ ব্যর্থতার পর চার ম্যাচে দুই জয়, এক ড্র, এক হারের অভিজ্ঞতা নেয় মেসিবিহীন ‘নতুন আর্জেন্টিনা’। চারদিন পর মেনডোজায় মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। ২০১৫ সালের সেপ্টেম্বরে দুই দলের সবশেষ প্রীতি ম্যাচ ২-২ সমতায় শেষ হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর