× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির হাতে ড. ইউনূসের লেখা বই

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার

বুধবার হঠাৎ করেই বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু-তে হাজির হন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। লিওনেল মেসি, আরনেস্তো ভালভার্দেদের সঙ্গে তার এই সাক্ষাতের পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। ক্রীড়া জগতের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজ রূপান্তরের লক্ষ্যে বহুদিন ধরেই কাজ করে যাচ্ছেন দেশের একমাত্র নোবেলজয়ী ড. ইউনূস। সে লক্ষ্যেই তার রচিত ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’ শীর্ষক বইয়ের স্প্যানিশ ভাষার সংস্করণের উদ্বোধন হলো গত বুধবার। আর এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে বিশ্বখ্যাত ক্লাব বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে। ড. ইউনূসের ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, তিনি নিজের নাম সংবলিত বার্সেলোনার একটি জার্সি হাতে ধরে আছেন আর তার পাশে মেসি ধরে আছেন ড. ইউনূসের লেখা বইটির একটি স্প্যানিশ সংস্করণ। ড. ইউনূসের ফেসবুক পেজে পোস্ট করা স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘এফসি বার্সেলোনা ফাউন্ডেশন হচ্ছে বার্সেলোনা সোশ্যাল বিজনেস সিটির অংশীদার। এ কারণেই ড. ইউনূস তার বই নিয়ে সফর করে এলেন ন্যু ক্যাম্পে।
স্প্যানিশ ভাষায় বইটি প্রকাশ করেছে পাইডস নামের একটি প্রতিষ্ঠান। স্পেনের বার্সেলোনা, মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়ায় একযোগে প্রকাশ করা হয়েছে ড. ইউনূসের বইটি। তিনি সামাজিক ব্যবসায় খেলাধুলার প্রভাবকে কাজে লাগানোর জন্য অনেক দূর এগিয়ে গেছেন। এ জন্য তিনি তৈরি করেছেন ইউনূস স্পোর্টস হাব। যার মাধ্যমে খেলাধুলাকে সামাজিকীকরণের কাজ করা হচ্ছে।’ বার্সেলোনার অফিশিয়াল পেজে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ড. ইউনূস বলেন, বাংলাদেশের প্রায় সবাই বার্সাকে ভালোবাসে। আমিও সেই সমপ্রদায়ের একটি অংশ। বাংলাদেশের লাখো-কোটি তরুণ বার্সাকে পছন্দ করে। মূলত আমি তাদের মুখপাত্র হয়েই এসেছি এখানে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর