× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মানবজমিন মার্সেল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

খেলা

স্টাফ রিপোর্টার
১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার

মানবজমিন মার্সেল বিশ্বকাপ ফুটবল কুইজ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে। গতকাল মানবজমিনের বোর্ডরুমে বার্তা সম্পাদক কাজল ঘোষের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত থেকে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক কে এম বাবর আশরাফুল হক, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. হুমায়ুন কবির, সাবেক জাতীয় ফুটবলার শেখ মো. আসলাম ও আমিনুল হক।
বিশ্বকাপ ফুটবল চলাকালীন প্রায় লক্ষাধিক পাঠক এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাদের মধ্যে লটারির মাধ্যমে কুইজ বিজয়ীদের নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবির ভবিষ্যতেও মানবজমিনের সঙ্গে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। রেফ্রিজারেটর, এলইডি টিভি, ব্ল্যান্ডার, রাইসকুকার হাতে বিজয়ীরা হাসিমুখে বাড়ি ফেরেন। কুইজের দুইপর্ব মিলিয়ে ২৬টি পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শামীমুল হক (যুগ্ম সম্পাদক), সাজিদুল হক (প্রধান বার্তা সম্পাদক), মো. আনিসুর রহমান (মহাব্যবস্থাপক প্রশাসন), মো. মোশাররফ হোসেন (মহাব্যবস্থাপক বিজ্ঞাপন), সারোয়ার হোসেন (মহাব্যবস্থাপক সার্কুলেশন), মো. নিজাম উদ্দিন (মহাব্যবস্থাপক হিসাব বিভাগ), লুৎফর রহমান (প্রধান প্রতিবেদক) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
কুইজের দুই পর্বের বিজয়ীরা হলেন: প্রথম পর্বে পুরস্কার বিজয়ীরা হলেন- ১ম পুরস্কার শাহিনা আক্তার, ২য় পুরস্কার শফিকুল আলম, ৩য় পুরস্কার ফাতেমা আক্তার, ৪র্থ পুরস্কার ৫টি: জোবেদা খাতুন, নূরী জান্নাত, হোসনে আরা, সাইদুল ও খাদিজা। পঞ্চম পুরস্কার ৫টি: খাদিজা আক্তার, খালেদা ওসমান, নাইম হোসেন, নাসরিন মোসলেম ও এনামুল হক।
দ্বিতীয় পর্বের পুরস্কার বিজয়ীরা হলেন- ১ম পুরস্কার সাবরিনা আক্তার, ২য় পুরস্কার এসএম জাহিদ, ৩য় পুরস্কার পারুল আক্তার।
৪র্থ পুরস্কার ৫টি: শেখ মো. শাহজাহান, মুন্নি, মো. আনোয়ার হোসেন, মোসলেউদ্দিন রিপন ও ফারিহা আহীর। ৫ম পুরস্কার ৫টি: শোয়েব খান, মোসাম্মৎ রিমা, জোবেদা লাকী, মিম আক্তার ও আফরিন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর