× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

তাইজুলের সিরিজে মিরাজও নায়ক

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার


বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট দ্বৈরথে ম্যান অব দা সিরিজ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই ম্যাচে টানা ৩ ইনিংসে ৫ উইকেট নিয়ে অপেক্ষায় ছিলেন রেকর্ডের। সব মিলিয়ে ২ ম্যাচের টেস্টে সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেটের মালিক মেহেদী হাসান মিরাজ। তারপরই ছিলেন এনামুল হক জুনিয়র। তবে শেষ পর্যন্ত তার রেকর্ড হতে দেননি মিরাজ! ঢাকা টেস্টের শেষ ইনিংসে বল হাতে মিরাজ তুলে নেন ৫ উইকেট। ২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে এটি তার পঞ্চমবার ৫ উইকেট শিকার। তাইজুলকে যখন গতকাল জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলছিলেন, সেখানে দলের ত্রাতা হয়ে আসেন এই তরুণ অফস্পিনার। চতুর্থ দিন মাসাকাদজাকে দিয়ে শুরু করেছিলেন।
গতকাল দলের শেষ পথের কাঁটা কাইল জার্ভিস ফিরিয়ে দলের বড় জয়ে দারুণ অবদান রাখেন মিরাজ। বলতে গেলে তাইজুলের সিরিজের শেষ দিনে নায়ক তিনিই। শুধু বল হাতেই নয় মিরাজ ব্যাট হাতেও ছিলেন দারুণ। ঢাকা টেস্টে মুশফিকুর রহীম যখন ডাবল সেঞ্চুরির অপেক্ষায় তখন তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মিরাজ। দেশের ক্রিকেটে ৮ম উইকেটের সর্বোচ্চ ১৪৪ রানের জুটিতে তার অবদান ৬৮ রান। একদিন পরেই অধিনায়ক মাহমুদুল্লাহ  ৮ বছর পর যখন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির জন্য লড়ছেন তখনও তার সঙ্গী মিরাজ।
২০১৬তে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় এ অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের। নিজের প্রথম টেস্ট সিরিজেই সব আলো কেড়ে নেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়ক। সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের সিরিজে ১৯ উইকেট নিয়ে ঢুকে পড়েন বিশ্বরেকর্ডেও। দলে অলরাউন্ডার হিসেবে জায়গা পেলেও বল হাতেই তিনি সফল ছিলেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে  দেখান ব্যাটিং ঝলক। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি।
অন্যদিকে মাত্র ১৬ টেস্টে তার শিকার এখন ৬৯ উইকেট। দেশের টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারের তালিকাতে তার অবস্থান এখন ৬ষ্ঠ। তার সামনে ৭২ উইকেট নিয়ে ৫ম স্থানে আছেন শাহাদাত রাজীব ও ৭৮ উইকেট নিয়ে চতুর্থ স্থানে মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্টে মিরাজের সুযোগ রয়েছে এই দু’জনকে ছাড়িয়ে যাওয়ার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর