× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

হোদেইদাহতে সৌদি জোটের অভিযান স্থগিত

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার

সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের বন্দর নগরী হোদেইদাহতে তাদের অভিযান স্থগিত করেছে। বৃহস্পতিবার তিনটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়েমেনে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলোর চাপের মুখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সৌদি অবরোধে সৃষ্ট দুর্ভিক্ষে ইয়েমেনের প্রায় দেড় কোটি মানুষ নিশ্চিহ্ন হওয়ার পথে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জোটটি। জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক হোদেইদাহর আশপাশের এলাকায় সংঘর্ষ বন্ধের আহ্বান জানানোর একদিন পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হলো। সৌদি নেতৃত্বাধীন জোটের এক সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, তাদেরকে অভিযান স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে। সেনাবাহিনীর আরেকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার শিকার হলে তারা পুনরায় অভিযান শুরু করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
তৃতীয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে, হুতিদেরকে আলোচনার টেবিলে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি জোট। এ বিষয়ে জোটের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। ২০১৫ সালে ইরানের প্রভাব বিস্তার থামাতে ইয়েমেনি হুতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আরব সুন্নি রাষ্ট্রগুলোর এ জোট। জোটটির অবরোধে ইয়েমেনে দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ। এতে নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকিতে পড়েছে দেশটির অর্ধেকের বেশি জনগোষ্ঠী। এ নিয়ে ব্যাপক আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে আরব রাষ্ট্রগুলো। একইসঙ্গে চলছে হুতিদের আলোচনায় আনার প্রচেষ্টাও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর