× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

দেড়শতাধিক আসনে লড়বে বামজোট

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দেড়শতাধিক আসনে নিজেদের প্রার্থী দেবে বাম গণতান্ত্রিক জোট। এরই অংশ হিসেবে গত ১৩ই নভেম্বর থেকে মনোনয়ন বিতরণ শুরু করেছে ৮ দলের সমন্বয়ে গঠিত এ জোট। কোনো ফি ছাড়াই শরিক দলগুলোর অধীনে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের মাঝে এই মনোনয়ন বিতরণ চলবে ১৮ই নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। এরপর জোটগত বৈঠকের পরই নির্ধারণ করা হবে নির্দিষ্ট আসনের প্রার্থী। মনোনয়ন বিতরণে পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য জোটের কেন্দ্রীয় ৪ সদস্য আবদুল্লাহ আল-কাফি রতন, বজলুর রশীদ ফিরোজ, আবদুস সাত্তার ও আকবর খানকে নিয়ে গঠন করা হয়েছে মনোনয়ন বোর্ড।

এ বিষয়ে মনোনয়ন বোর্ডের সদস্য আবদুুল্লাহ আল-কাফি রতন বলেন, মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে অনেক আগে থেকেই রাজপথে আন্দোলন করে আসছে বাম গণতান্ত্রিক জোট। আন্দোলনের অংশ হিসেবেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বামজোট। এ লক্ষ্যে গত ১৩ তারিখ থেকে শরিক দলের মাধ্যমে জোটের সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন বিতরণ শুরু হয়েছে।
এখনো মনোনয়ন বিতরণ শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ১৮ তারিখের পর আমরা জোটগত বৈঠকে আমাদের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারবো। তবে এরইমধ্যে প্রায় ১৫০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোটের প্রার্থী নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। তবে ৫০টি আসনে শরিক দলগুলোর একাধিক প্রার্থী থাকায়, সেগুলো নিয়ে যাচাই-বাছাই অব্যাহত রয়েছে। কোনো প্রার্থী দেয়া সম্ভব হবে না- এমন আসনগুলোতে মানুষের কাছে গ্রহণযোগ্য স্বতন্ত্র অথবা বিভিন্ন পেশাজীবী প্রার্থীকে সমর্থন জানাবে বামজোট। তিনি বলেন, বামজোটের অনেক সম্ভাব্য প্রার্থী গত মার্চ মাস থেকে স্থানীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ, সভা-সমাবেশসহ নির্বাচনী বিভিন্ন প্রচারণা শুরু করেছেন।

তিনি নিজেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোটের হয়ে কুমিল্লা-৫ আসন থেকে ভোটযুদ্ধে নিজে অংশ নেবেন বলেও জানান এই বাম নেতা। এ ছাড়া ইতিমধ্যে প্রার্থী হিসেবে যেসব কেন্দ্রীয় নেতার নাম প্রায় নিশ্চিত করা হয়েছে তারা হলেন- সিপিবি’র সাবেক সভাপতি মনজুরুল আহসান খান (জামালপুর-২), সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন (নরসিংদী-৪), প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ (গাইবান্ধা-২), রফিকুজ্জামান লায়েক (ফরিদপুর-৩), কেন্দ্রীয় নেতা দিবালোক সিংহ (নেত্রকোনা-১), ডা. ফজলুর রহমান (নওগাঁ-৪), অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (ময়মনসিংহ-৪), জলি তালুকদার (নেত্রকোনা-৪), আহসান হাবীব লাবলু (ঢাকা-১৩), আজহারুল ইসলাম আরজু (মানিকগঞ্জ-৩), সাজেদুল হক রুবেল (ঢাকা-১৫), অ্যাডভোকেট মন্টু ঘোষ (নায়ারণগঞ্জ-৫), মৃণাল চৌধুরী (চট্টগ্রাম-১), আমিনুল ফরিদ (বগুড়া-৭), অ্যাডভোকেট সোহেল আহমেদ (ভোলা-১), লীনা চক্রবর্তী (ঢাকা-১৯) প্রমুখ। তবে ১৮ তারিখের পর জোটগত আলোচনার মাধ্যমেই নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জোটের অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি মানে এই নয় যে, নির্বাচন সুষ্ঠু হবে। তিনি বলেন, নির্বাচনী মাঠে থাকা, না থাকা সম্পূর্ণ নির্ভর করছে সরকারি দলের আচরণ ও নির্বাচন কমিশনের ওপর। তিনি বলেন, নির্বাচনে অংশ নিলেও এই একতরফা নির্বাচন বর্জনের প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা পুরো নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণ করবো। তেমন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে বাম গণতান্ত্রিক জোট নির্বাচন বর্জন করবে বলে জানান প্রবীণ এই বাম নেতা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর