× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাবিতে বিশ্ব দর্শন দিবস পালিত

শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(৫ বছর আগে) নভেম্বর ১৮, ২০১৮, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ, গোবিন্দ চন্দ্র দেব দর্শন গবেষণা কেন্দ্র, নৈতিক উন্নয়ন কেন্দ্র ও দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলিত আয়োজনে বৃৃহস্পতিবার ‘বিশ্ব দর্শন দিবস’ পালিত হয়েছে। সারা বিশ্বে দর্শন চর্চার গুরুত্ব অনুধাবন করে ইউনেস্কো ২০০২ সালে, নভেম্বর মাসের ৩য় বৃহস্পতিবার কে বিশ্ব দর্শন দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এই দিবসটি পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল ৯ টায় শিক্ষক-শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে টিএসসি পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করেন। পরবর্তীতে টিএসসি অডিটোরিয়ামে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহজাহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুলউলায়ী। অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাতটি কলেজের দর্শন বিভাগের শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
সভায় দর্শন বিভাগের চেয়ারম্যান সাতটি কলেজের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলেন। এদিকে ‘বিশ্বদর্শন দিবস’ উপলক্ষে দর্শন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘দর্শন বিতর্কধারা’ তৃতীয় বারের মতো তিনদিন ব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নেয়। ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ্ কামাল প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ এবং রানার্স আপ হয় একই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ। দর্শন বিতর্কধারার আয়োজনে সহযোগীতা করেছে দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং টাইটেল স্পন্সর ছিল মিনিস্টার হাইটেক পার্ক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর