× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

অভিনয় আর মডেলিংয়েও তারা

বিনোদন

গ্রন্থনা : বিনোদন বিভাগ
২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

বাংলাদেশের গায়কদের মধ্যে কেউ কেউ নাম লিখিয়েছেন অভিনয় কিংবা মডেলিংয়ে। কেউ আবার দুই মাধ্যমেই সম্পৃক্ততা ঘটিয়েছেন। এদের মধ্যে প্রথমেই আসে প্রয়াত নায়ক জাফর ইকবালের নাম। বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের মধ্যে অন্যতম এ অভিনেতার প্রথম পরিচয় গায়ক। ছোটবেলা থেকেই চমৎকার গান গাইতে পারতেন তিনি। বাড়িতে গানবাজনার রেওয়াজ ছিল। তার বোন শাহনাজ রহমতুল্লাহ একজন সুপরিচিত কণ্ঠশিল্পী। বড় ভাই আনোয়ার পারভেজও নামকরা শিল্পী।
জাফর ইকবাল প্রথমে গায়ক হিসেবেই পরিচিতি পান। ছিল নিজের ব্যান্ডদল। ১৯৬৬ সালে তিনি নিজের একটি ব্যান্ড গড়ে তোলেন। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে বেশকিছু ছবিতে
গায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর কিছু ছবিতে গানও গেয়েছেন। ১৯৮৪ সালে আনোয়ার পারভেজের সুরে রাজ্জাক অভিনীত ‘বদনাম’ ছবিতে ‘হয় যদি বদনাম হোক আরও’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। তার গাওয়া আরেকটি বিখ্যাত গান ‘সুখে থেকো ও আমার নন্দিনী’। শুধু সংগীতেই নয়, মিডিয়ার অন্যান্য ক্ষেত্রেও পপগুরু আজম খানের বিচরণ ছিল সাবলীল। ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে হিরামনের একটি নাটকে কালা বাউলের চরিত্রে এবং ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত ‘গডফাদার’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। ২০০৩ সালে ক্রাউন এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম মডেল হন। এরপর ২০০৫ ও ২০০৮ সালে বাংলালিংক এবং ২০১০ সালে কোবরা ড্রিংকসের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। চিরসবুজ সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ক্যারিয়ারের শুরুতে মামুনুর রশীদের নির্দেশনায় সোর্ড ব্লেডের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। গানের বাইরে মডেল হিসেবে সেটিই ছিল তার প্রথম কাজ। সে বিজ্ঞাপনে তিনি তার গাওয়া ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’ গানটিতে পারর্ফম করেছিলেন। ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু পপগুরু আজম খানের সঙ্গে মডেল হয়েছিলেন বাংলালিংকের বিজ্ঞাপনে। এছাড়া তিনি টাইগার এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন। রক তারকা জেমস ২০০০ সালের প্রথমদিকে পেপসির একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হন। এটিই ছিল তার মডেল হওয়া প্রথম বিজ্ঞাপনচিত্র। এরপর তিনি ২০১১ সালে এনার্জি ড্রিংকস ব্ল্যাক হর্সের বিজ্ঞাপনে কাজ করেন। বলিউড চলচ্চিত্র ‘লাইফ ইন এ মেট্রো’র কিছু অংশে জেমসকে দেখা যায়। যেখানে তিনি একটি ব্যান্ডের সদস্য চরিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রের ‘বেবাসি’ গানের ভিডিও চিত্রেও কাজ করেন জেমস। সেখানে তিনি নিজের গাওয়া গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস-এর প্রধান গায়ক ছাড়া একজন অভিনেতা হিসেবেও পার্থ বড়ুয়ার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ‘সিনেমা’, ‘শেষ দুই দিন’, ‘প্রিয় বক্স’, ‘জার্নি বাই লাভ’, ‘জলকণা’, ‘সিআইবি’সহ আরো অনেক নাটক, টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি তিনি ‘আয়নাবাজি’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০১১ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে গায়ক এস ডি রুবেলের। তার অভিনীত দ্বিতীয় ছবি ‘বৃদ্ধাশ্রম’ এখন মুক্তির মিছিলে। এ ছাড়া বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। সংগীত তারকা আসিফ আকবর ‘গহীনের গান’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন। এ ছাড়া সামনে তিনি অভিনয় করবেন ‘ভিআইপি’ নামক একটি সিনেমায়। মিউজিক ভিডিওতে গানে গানে রোমান্টিক লুকে ধরা দিলেও সম্প্রতি হাবিব ওয়াহিদ ২২ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে সরাসরি অভিনয়ে এসেছেন। অবশ্য তার নতুন গান ‘আবার তুই’কে ঘিরেই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান গান গাওয়ার পাশাপাশি এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। গায়কের পাশাপাশি তাহসানের অভিনেতা পরিচয়টিও দারুণ উজ্জ্বল। তার অভিনীত সব নাটক-টেলিফিল্মই পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। তাহসান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘যদি একদিন’। এতে কলকাতার নায়িকা শ্রাবন্তী অভিনয় করেছেন তার বিপরীতে। এদিকে তাহসান বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনে
মডেল হয়েছেন। আরেক জনপ্রিয় শিল্পী হৃদয় খানও এ যাবৎ বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর