× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

শিক্ষাঙ্গন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) নভেম্বর ১৯, ২০১৮, সোমবার, ৯:০২ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাবি লক্ষ¥ীপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু হানিফ মোহাম্মদ পলাশ, আর সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সুজন মাহমুদ বাবর। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়–য়া লক্ষীপুর জেলার ছাত্রকল্যাণ সমিতির ২০১৮-১৯ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. শাহীন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান, অর্থ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষাসফর, স্মরণিকা ও ক্যালেন্ডার প্রকাশনা, ক্যারিয়ার সেমিনার, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা, ইফতার মাহফিল ও আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, ঈদ পুনর্মিলনসহ নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে। এছাড়া লক্ষীপুর জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিক শিক্ষার্থী ভর্তির জন্য কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার করেছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর