× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বাড়ছে মাইকের কদর

এক্সক্লুসিভ

এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল থেকে
১০ ডিসেম্বর ২০১৮, সোমবার

সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিনই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। দেশজুড়ে প্রার্থীদের নাম আর প্রতীক এবং উন্নয়নের ফুলঝুরি নিয়ে  শুরু হবে সরব প্রচারণা। মা-বোনদের বলে যাই অমুক মার্কায় ভোট চাই। অমুক ভাইয়ের তুলনা কারো সাথে চলে না। অমুক ভাইয়ের সালাম নিন, এই প্রতীকে ভোট দিন’। ‘হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই, এভাবে নানা স্লোগানে উৎসবমুখর হয়ে উঠবে শহর থেকে গ্রামের হাটতলা, বটতলা থেকে শুরু করে হাট-বাজার শ্রীমঙ্গল-কমলগঞ্জের তেপান্তরের সবই। সেই ব্যস্ততার জন্য শ্রীমঙ্গলের মাইক সার্ভিস পেশার দোকানিরা বেশ প্রস্তুতি নিয়ে রেখেছেন ইতিমধ্যে।
মিছিল, সভা-সমাবেশের প্রচারণার অন্যতম অনুষঙ্গ ‘মাইক’। এজন্য শ্রীমঙ্গলের মাইক সার্ভিস পেশাদার দোকানিরা বেশ প্রস্তুতি নিয়েছে  ইতিমধ্যে। তবে মাইক সার্ভিস পেশার আলোকিত ও অন্ধকার দুটি দিকই আছে। বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি ব্যস্ত সময় কাটাতে হয় এই পেশার মানুষদের। বাকি সময় অনেকটা নিরুত্তাপ থাকে মাইকপাড়া। যদিও সম্প্রতি কমবেশি সারা বছরই ভাড়া মেলে। বর্ষায় ব্যবসা একদম মন্দা যায়। তবে এবার অন্য বছরের তুলনায় ভালো সময় কাটবে বলেই আশা করছেন মাইক ব্যবসায়ীরা। আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার মাইকের তুমুল চাহিদা থাকবে বলে আশা করছেন সবাই।
শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডে অবস্থিত ফয়েজ মাইক এন্ড সাউন্ড সিস্টেম বর্তমানে খুব ব্যস্ততার মাঝে কাজ করছেন মাইক ব্যবসাটা। এটা মূলত মৌসুমভিত্তিক। বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মোটামুটি ব্যস্ত সময় পার করতে হয় এই পেশার সঙ্গে জড়িতদের ওয়াজমাহফিল, সাংস্কৃতিক উৎসব, বার্ষিক পিকনিক, পূজা সব মিলিয়ে দম ফেলার ফুরসত মেলে না। বাকি সময় বসেই থাকে তারা। এ কারণে বেশিরভাগ মাইক সার্ভিসের কর্মীরাও মূলত মৌসুমভিত্তিক কাজ করেন। উপজেলার শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ আরেক মাইক দোকানি প্রদীপ মাইক, সুমন মাইক, ছায়া মাইক, মণি মাইক, আর আর সাউন্ড এন্ড মাইক সার্ভিসসহ উপজেলার প্রায় অর্ধশতাধিক মাইক ব্যবসায়ী এখন প্রতীক বরাদ্দের জন্য অপেক্ষা করছেন। প্রতীক বরাদ্দের পরপরই ব্যবসা পুরোপুরি জমে উঠবে। আর গ্রামগঞ্জের চায়ের দোকানগুলো জমবে আরো এক ধাপ এগিয়ে। শ্রীমঙ্গল উপজেলার জনপ্রিয় ফয়েজ মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম এর মালিক মো. ফয়েজ আহমেদ বলেন, আমার মাইক আগে থেকেই বুকিং দিয়ে রেখেছেন মৌখিকভাবে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা পুরোপুরি নির্বাচনী প্রচার শুরু করবেন। তখন আশা করি আমাদের মাইকের চাহিদা বেড়ে যাবে। নির্বাচন উপলক্ষে ১০/১২ জোড়া মাইক রেডি প্রস্তুত রেখেছি। নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার প্রসঙ্গে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ বলেন, ‘১০ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। সেদিন থেকেই প্রার্থীরা প্রকাশ্যে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। তিনি আরো বলেন দুপুর দুইটা থেকে রাত আটটার মধ্যেই মাইকে প্রচার সীমাবদ্ধ রাখতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর