× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

অ্যাডিলেডে ক্যাচের বিশ্বরেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

অ্যাডিলেড টেস্টে দুই দলের চার ইনিংসে খেলোয়াড়রা লুফে নেন মোট ৩৫টি ক্যাচ। এতে রচিত হয় নতুন বিশ্বরেকর্ড। চলতি বছরই দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টে ছিল ৩৪টি ক্যাচের ঘটনা। অ্যাডিলেডে দুই দলের দ্বিতীয় ইনিংসে ২০ উইকেটের পতন হয় ক্যাচের ঘটনায়।  
আর অ্যাডিলেড টেস্টে ১১ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন ভারতের উইকেটরক্ষক রিশভ পান্ত। এমন রেকর্ড রয়েছে কেবল ইংল্যান্ডের জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। (২০১৩-তে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে)। চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে ১০টি ক্যাচ নেন ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা।

ম্যাচে ১০ ক্যাচের রেকর্ড রয়েছে আর কেবল ইংল্যান্ডে উইকেটরক্ষক বব টেইলর ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের। প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নিয়ে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করেন রিশভ পান্ত।
অজিদের ১০০ বছরের দুঃখ
অ্যাডিলেডে ২০০+ রানের টার্গেটে গত ১০০ বছরে একবারও জয় দেখেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। এমন ১৫ ম্যাচের সাতটিতে হার দেখে তারা আর আট ম্যাচ শেষ হয় ড্রতে। আর গত ১০ বছরে ভারতের বিপক্ষে টেস্টে ২০০+ রানের টার্গেটে জয়ের নজির নেই কোনো দলেরই। এমন সর্বশেষ ঘটনায় কেপটাউন টেস্টে ভারতের বিপক্ষে জয় দেখেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এমন পরের ৩৪ ম্যাচের ২৩টিতে জয়ের কৃতিত্ব ভারতের।
এক ম্যাচে সর্বাধিক ক্যাচ
ম্যাচ     ক্যাচ     ভেন্যু     সাল
অস্ট্রেলিয়া-ভারত     ৩৫     অ্যাডিলেড     ২০১৮
দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া     ৩৪     কেপটাউন     ২০১৮
অস্ট্রেলিয়া-ভারত     ৩৩     পার্থ     ১৯৯২
ইংল্যান্ড-পাকিস্তান     ৩২     লিডস     ১৯৭১
নিউজিল্যান্ড-পাকিস্তান     ৩২     অকল্যান্ড     ১৯৯৪
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর