× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গ্রুপপর্বের ভাগ্য নির্ধারণ হবে আজ /কঠিন সমীকরণে লিভারপুল পিএসজি, নাপোলি

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গত আসরের রানার্সআপ লিভারপুল এবার গ্রুপপর্বেই বাদ পড়ার শঙ্কায়। আজ নিজ ভেন্যু অ্যানফিল্ডে বাঁচামরার ম্যাচে নাপোলির মুখোমুখি হবে অল রেডরা। ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচের আগে কঠিন সমীকরণে নাপোলি, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও লিভারপুল। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তিনদলের ভাগ্য নির্ধারণ হবে আজ। বাদ পড়বে এক দল। নাপোলি ও পিএসজির চেয়ে পিছিয়ে থাকা লিভারপুলের জয়ের বিকল্প নেই। সার্বিয়ান ক্লাব রেডস্টার বেলগ্রেডের মাঠে নামবে নেইমার-এমবাপ্পের পিএসজি। দুইটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।
পয়েন্ট তালিকায় পাঁচ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। দ্বিতীয় স্থানে থাকা পিএসজির সংগ্রহ ৮ পয়েন্ট। ৬ পয়েন্টে তৃতীয় স্থানে লিভারপুল। গ্রুপপর্বে আগেই বিদায় নিশ্চিত হয় বেলগ্রেডের (৪)। জয় পেলেই নকআউট পর্বে উত্তীর্ণ হবে পিএসজি। সেক্ষেত্রে লিভারপুলকে কমপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিততে হবে। আর যদি লিভারপুল, পিএসজি ও নাপোলি তিন দলেরই সমান ৯ পয়েন্ট হয়, হেড-টু-হেড সমীকরণে শীর্ষে উঠে আসবে লিভারপুল। আর দ্বিতীয় স্থান নির্ভর করবে অ্যানফিল্ডে ম্যাচের ফলাফলের ওপর। গ্রুপপর্বে নিজেদের প্রথম দেখায় নাপোলির মাঠে ৯০ মিনিটের গোলে হার দেখে লিভারপুল। ইংলিশ জায়ান্টদের কাছে মৌসুমের প্রথম ম্যাচে ৩-২ ব্যবধানে হারের পর রেড স্টারের জালে (৬-১) এর ঝাল মেটায় পিএসজি। প্যারিস থেকে ২-১ গোলের হার নিয়ে ফেরে লিভারপুল। আর গ্রুপপর্বে নাপোলি ও পিএসজির মধ্যকার দুইটি ম্যাচই ড্র হয়। নিজ মাঠে অ্যাঙ্গেল ডি মারিয়ার ইনজুরি সময়ের গোলে হার এড়ায় (২-২) পিএসজি। নাপোলির মাঠে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
ন্যু ক্যাম্পে টটেনহ্যামের অগ্নিপরীক্ষা
‘বি’ গ্রুপে টটেনহ্যাম ও ইন্টার মিলান দুই দলেরই পয়েন্ট ৭। আর এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বার্সেলোনার হারানোর কিছু নেই। পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে কাতালানদের সংগ্রহ ১৩ পয়েন্ট। আজ বার্সার মাঠে টটেনহ্যামের বাঁচামরার ম্যাচ। সান সিরো স্টেডিয়ামে নেদারল্যান্ডসের পিএসভি আইনদোভেনকে আতিথ্য দেবে ইন্টার। পাঁচ ম্যাচে ১ ড্রয়ের বিপরীতে চারটিতেই হার দেখে পিএসভি। পয়েন্ট সমান হলেও হেড-টু-হেড অ্যাওয়ে গোলে ইন্টারের চেয়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। গ্রুপপর্বের শেষ ম্যাচের পরও পয়েন্ট সমান থাকলে নকআউট পর্বে উঠে যাবে স্পাররা। ইন্টার মিলানের সামনে একটাই পথ খোলা, পয়েন্টে টটেনহ্যামকে পেছনে ফেলতে হবে। ইন্টারের মাঠে ইনজুরি সময়ের গোলে ২-১ ব্যবধানে হারের পর ওয়েম্বলিতে ১-০ গোলের জয়ে লড়াইয়ে ফেরে টটেনহ্যাম। শেষম্যাচে প্রতিপক্ষ বার্সা বলেই টটেনহ্যামের জন্য অগ্নিপরীক্ষা। গত অক্টোবরে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়ে স্পারদের ৪-২ গোলে হারের লজ্জায় ডোবায় বার্সা। জোড়া গোল করেন লিওনেল মেসি। ৩৬ বছর পর ন্যু ক্যাম্পে খেলতে নামছে টটেনহ্যাম। প্রতিযোগিতামূলক ফুটবলে অতীতে এক আসরেই কেবল দুইদল মুখোমুখি হয়েছিল। ১৯৮১-৮২ ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সার মাঠে ১-০ গোলে হার (২-১ অ্যাগ্রিগেট) দেখেছিল টটেনহ্যাম। আজ প্রথম চার গ্রুপের খেলা শেষ হবে। ‘এ’ ও ‘ডি’ গ্রুপে নকআউট পর্বে ওঠার নিষ্পত্তি হয়ে গেছে আগেই। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে। দুইদলের পয়েন্ট যথাক্রমে ১২, ১০। আজ ক্লাব ব্রুগার মাঠে অ্যাটলেটিকো ও মোনাকোর মাঠে খেলবে ডর্টমুন্ড। ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন এফসি পোর্তো (১৩)। দ্বিতীয় স্থানে শালকা (৮)। শেষ ম্যাচে গালাতাসারাইয়ে মাঠে নামবে পোর্তো। লোকোমোতিভ মস্কোকে আতিথ্য দেবে শালকা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর