× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সীতাকুন্ডে নির্বাচনী সভা থেকে বিএনপির ২৫ নেতাকর্মী আটক

অনলাইন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
(৫ বছর আগে) ডিসেম্বর ১১, ২০১৮, মঙ্গলবার, ১২:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনে বিএনপির প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর নির্বাচনী সভা থেকে বিএনপির ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বাসভবনে আয়োজিত সভা শেষে পাশের রেল গেইট এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ইসহাক কাদের চৌধুরীর ভাই নিজাম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম জহির ও উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামশুল আলমও রয়েছেন।

ইসহাক কাদের চৌধুরী জানান, সোমবার রাতে ফৌজদারহাট জলিলনগর টেক্সটাইল গেট এলাকায় আমার বাড়ির সীমানার মধ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছিলাম। সভা শেষ হওয়ার পর আমার ভাই নিজাম চৌধুরীসহ বিএনপির ২৫ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ইসহাক কাদের চৌধুরী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে এভাবে হয়রানি খুবই দু:খজনক। নির্বাচনে সবাই সমান সুযোগ পাওয়ার কথা কিন্তু আওয়ামী লীগ প্রার্থী প্রকাশ্যে প্রতিদিনই মিটিং-সভা করছে অথচ আমাদেরকে করতে দিচ্ছে না। অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা।

সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
ফলে এদের আটক করা হয়েছে। এদের যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর