× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেট থেকেই কাল প্রচারাভিযান শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) ডিসেম্বর ১১, ২০১৮, মঙ্গলবার, ৬:২২ পূর্বাহ্ন

কাল সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিবার সিলেট হযরত শাহজালাল ও শাহপরান (র.) মাজার জেয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করতেন। তারই ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করছে। এ উপলক্ষে সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় ৫ নেতা। তারা হলেন, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। হযরত শাহজালাল ও শাহপরান (র.)-এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানির কবর জেয়ারত শেষে তারা প্রচারণাভিযান শুরু করবেন।

পথসভা ছাড়াও খোলা জিপে করে কয়েকটি নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় যান।
সেখানে তার গাড়িবহরে হামলা করে সরকার দলীয় প্রার্থীর লোকজন। তবে আজ তিনি বগুড়া সদরে নির্বাচনী প্রচারনা চালাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়া-৬ আসনে এবার প্রার্থী হয়েছেন তিনি। বগুড়ায় প্রচারণা শেষে রাতেই ঢাকা ফিরবেন মির্জা আলমগীর। এদিকে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে উদ্বোধন করা দলটির ওয়েব পোর্টাল ‘বিএনপিনিউজ.কম’ ব্লক করে দিয়েছে বিটিআরসি। গতকাল বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর