× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

২০২২ বিশ্বকাপে দল বাড়ানো নিয়ে ফিফাকে সতর্ক করলো অ্যামনেস্টি

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, বুধবার

২০২২ সালে কাতারে বসবে ২২তম ফিফা বিশ্বকাপের আসর। এই আসর কাতারের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এ বিষয়ে মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ দিয়ে বিশ্বকাপ ফুটবল সংস্থাটিকে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আল-জাজিরা ও ইংলিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের সঙ্গে এই টুর্নামেন্টটির কোনোরূপ সম্প্রসারণ পরিকল্পনা গ্রহণযোগ্য হবে না। কারণ যুক্তরাজ্য এবং আরব আমিরাত দুই দেশেই মানবাধিকার পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। গত মাসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো জানিয়েছিলেন, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ প্রতিযোগী দেশের সংখ্যা ৩২ এর স্থলে ৪৮-এ উন্নীত করতে চায়। এ কারণে স্বাগতিক দেশ হিসেবে কাতারের সঙ্গে অন্য উপসাগরীয় দেশের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাজ্যের পলিসি এবং গভর্মেন্ট অ্যাফেয়ার্সের প্রধান অ্যালান হোগার্থ বলেন, এমন সময় ইনফানতিনো তার পরিকল্পনার কথা জানালেন, যখন সৌদি আরব এবং আরব আমিরাত মানবাধিকার লঙ্ঘনের জন্য তুমুল সমালোচনার মুখে রয়েছে।
ফিফা বিশ্বকাপ এই দুই দেশে সম্প্রসারণের যেকোনো পরিকল্পনা করার পূর্বে এই দুইদেশে মানবাধিকার পরিস্থিতিতে স্থিতিশীলতা আনতে হবে। না হলে এই বিষয়টি নিয়ে ফিফার কোনো পরিকল্পনাই ঠিক হবে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর