× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সেনবাগে হয়রানির অভিযোগ বিএনপি প্রার্থী ফারুকের

বাংলারজমিন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, বুধবার

 নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি প্রার্থী সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুর ১টায় পৌর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে প্রশাসন নানা অসহযোগিতা করছে। নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে সরকারদলীয় প্রার্থীকে সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ এনে বলেন, মিথ্যা মামলার আসামি করা হচ্ছে। ২০১৬ সালের সোনাইমুড়ীর একটি হত্যা মামলায় বিএনপি জোটের ৬৭ জন, কাবিলপুরের ১টি মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যানসহ ২৩ জনকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়। তফসিল ঘোষণার পর থেকে ২৩ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতসহ বিভিন্ন পর্যায়ের ২৭ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। লিখিত বক্তব্যে ফারুক বলেন এসব হয়রানি বন্ধে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও পুলিশ বিভাগে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
বিএনপি তথা ২৩ দলীয় জোটের পক্ষ থেকে এ ধরনের গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানিয়ে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির সেক্রেটারি মোক্তার হোসেন পাটোয়ারী, জামায়াত নেতা মাওলানা মো. হানিফ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মোক্তার হোসেন ইকবাল, পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেক্রেটারি শহিদ উল্যাহসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর