× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘দ্যা ডার্টি লিস্টে’ ফেসবুক!

তথ্য প্রযুক্তি

মানবজমিন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের সোস্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক ‘দ্যা ডার্টি লিস্ট বা নোংরা তালিকায়’ থাকা ৪৯ কো¤পানির মধ্যে স্থান পেয়েছে। মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশগত ক্ষয়ক্ষতিতে জড়িত থাকা অথবা গণহত্যায় জড়িত সেনাবাহিনীর সঙ্গে বাণিজ্য করার দায়ে এসব কো¤পানিকে অভিযুক্ত করা হয়েছে। আর ফেসবুকও এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার বার্তা সংস্থা স্টার অনলাইন।
বার্মা ক্যা¤েপইন ইউকের তথ্য অনুযায়ী, যেসব আন্তর্জাতিক কো¤পানিগুলো মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বাণিজ্য করছে কিংবা এমন কোনো প্রকল্পের সঙ্গে জড়িত যা মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশগত ক্ষতি করেছে, তাদেরকে ‘দ্যা ডার্টি লিস্টের’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্র“পের পক্ষ থেকে এরকম ৪৯টি কো¤পানির নাম সংগ্রহ করেছে তারা। এই আন্তর্জাতিক কো¤পানিগুলো মিয়ামার সেনাবাহিনীকে অস্ত্র, স্থায়ী সামরিক কাঠামো, প্রযুক্তি, বিভিন্ন যন্ত্রাংশ এবং বিশেষজ্ঞ সরবরাহ অব্যাহত রেখেছে। এছাড়া পরিবেশগত ক্ষতিসাধন করে এমন অনেক প্রকল্প, যেমন- হাইড্রোইলেক্ট্রিক ড্যাম এবং জেড মাইনের মতো প্রকল্পকে সহায়তা করছে এর মধ্যে অনেক কো¤পানি। ফেসবুককে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ, মিয়ানমারে সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংসতায় ঘৃণা এবং বিদ্বেষ ছড়াতে ফেসবুক ব্যবহার করা হয়েছিল। আর ফেসবুক কর্তৃপক্ষ নিজেদের প্ল্যাটফর্ম এ কাজের ক্ষেত্রে উন্মুক্ত রেখেছিল।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর